Countrywideদৈনিক খবর

আশঙ্কাজনক অবস্থায় ডা. জাফরুল্লাহ, ভুগছেন যেসব কঠিন রোগে

সম্প্রতি গত কয়েকদিন ধরেই বেশ অসুস্থতায় ভুগছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এদিকে চিকিৎসকের শরণাপন্ন হলেও এখনো তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। আর এরই আলোকে রোববার (৯ এপ্রিল) দুপুরে জরুরি বৈঠক সেরেছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড।c

মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী ব্রি. জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত তিন দিনেও ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। এ অবস্থায় তার চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। মেডিক্যাল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাস্কুলার সার্জন, থোরাসিক বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট মেডিসিন বিশেষজ্ঞ থাকে।

বৈঠক শেষে জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা.

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাঃ জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। ৫ এপ্রিল থেকে তিনি গুরুতর অসুস্থ হয়ে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ডাঃ জাফরুল্লাহ কিডনি ফেইলিউর, লিভারের সমস্যা, হার্টের সমস্যা ও সেপ্টিসেমিয়ায় ভুগছেন। শরীরে অক্সিজেন স্যাচুরেশন ও ব্লাড প্রেসার কমে যাওয়ায় দুই দিন থেকে তাকে বিশেষ কিছু ওষুধ দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক, তবে স্থিতিশীল।

এদিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর উন্নত চিকিৎসার কোনো ত্রুটি রাখছে না চিকিৎসকরা। অন্যদিকে সর্বদা তার খোঁজ খবর রাখছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা।

Related Articles

Back to top button