দৈনিক খবর

ভালোবাসা দিবসে শাশুড়িকে নিয়ে পালালেন জামাই, বাধ্য হয়ে শ্বশুরের কাণ্ড

গত ১৪ ফেব্রুয়ারি ছিল বিশ্ব ভালোবাসা দিবস। আর এ দিনটিকে কেন্দ্র করে অনেক বিষয় ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে এ দিনটি বিশেষ ভাবে কাটাতে আগে থেকেই নানা পরিকল্পনা করে থাকেন প্রেমিক যুগলরা। তবে বিশেষ এই দিনটিতে শাশুড়িকে নিয়ে পালানোর বিষয়টি নিতান্তই আলোচিত ঘটনার মধ্যে একটি।

জানা গেছে, ভালোবাসা দিবসে শাশুড়িকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় বাধ্য হয়ে স্ত্রী ও জামাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন শ্বশুর। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। কাজের সুবাদে শ্বশুর বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে পরিবারের অন্য সদস্যদের চোখ এড়িয়ে শাশুড়ির সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে জামাই।

সোমবার (২০ ফেব্রুয়ারি) মির্জাগঞ্জ উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শ্বশুর বাদী হয়ে মামলা করেন। আদালতের বিচারক স্বপন কুমার দাস মামলাটি আমলে নিয়ে জামাই ও শাশুড়ির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার বাদী ও আসামিরা সবাই একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জামাই মির্জাগঞ্জ উপজেলার এক ব্যক্তির বড় মেয়ের সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে করেন। বিয়ের পর জামাই স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন। কাজের সুবাদে শ্বশুর প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে জামাই শাশুড়ির সঙ্গে গোপনে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। ১৪ ফেব্রুয়ারি সে তার শাশুড়িকে নিয়ে পালিয়ে যায়।

জানা গেছে, ঘটনার দিন বাড়িতে ছিলেন না শ্বশুর। তিনি বিশেষ একটি কাজে ঢাকায় গিয়েছিলেন। পরে বাসায় প্রতিবেশীদের কাছ থেকে এই কথা জানতে পারেন।

Related Articles

Back to top button