দৈনিক খবর

ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৮০০ জন, জীবিতদের উদ্ধারে প্রাণান্ত চেষ্টা স্বেচ্ছাসেবীদের

দ্রুত সময় ফুরিয়ে আসছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধারে সাধ্যমতো চেষ্টা চালাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। খবর এপির। উদ্ধার সরঞ্জামের জন্য অপেক্ষা না করেই হাতের কাছে যে যা পাচ্ছেন, তা দিয়েই চলছে খোঁড়াখুঁড়ি। এরইমধ্যে দুর্যোগস্থলে পৌঁছেছে অন্তত ৬৫ দেশের তিন হাজার স্বেচ্ছাসেবী এবং দক্ষ ফায়ার ব্রিগেড কর্মী। নিখোঁজদের সন্ধানে তাদের সাথে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড।

এদিকে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে, জোরালো ভূমিকম্পে সাড়ে ১১ হাজারের মতো ঘরবাড়ি-স্থাপনা ভেঙে পড়েছে। যেগুলোর ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৩২ হাজার মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো।

সিরিয়ার পরিস্থিতি আরও খারাপ। বিদ্রোহী অধ্যুষিত এলাকা হওয়ায় মিলছে না ক্ষয়ক্ষতির সঠিক হিসাব। তবুও স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস চালিয়ে যাচ্ছে তৎপরতা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিরিয়া ও তুরস্কে প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮০০ জনে।

দুই দেশের কর্তৃপক্ষের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পে তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৮৯৪ জন। অন্যদিকে তুরস্কের প্রতিবেশী সিরিয়ায় নিহত দাঁড়িয়েছে ১ হাজার ৯৩২ জন। সিরিয়ায় নিহতদের বেশির ভাগই বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে। সূত্র: বিবিসি

Related Articles

Back to top button