দৈনিক খবর

আমরা মেসিকে একদিন সৌদির লিগে দেখতে চাই: ইব্রাহিম

অবশেষে সৌদি আরবের ক্লাবের হয়ে অভিষেক হয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। পর্তুগিজ মহাতারকার সঙ্গে গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন লিওনেল মেসি। অবশ্য আরও আগে থেকেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকাকে নিয়ে গুঞ্জন ছড়িয়েছে যে, তিনিও নাকি সৌদি আরবের লিগে খেলতে যাচ্ছেন! তবে এখন পর্যন্ত এর কোনো সত্যতা পাওয়া যায়নি।

এখন বলা হচ্ছে, গত বৃহস্পতিবারের ম্যাচটাই হয়তো মেসি-রোনালদোর শেষ মুখোমুখি লড়াই ছিল। ভবিষ্যতে দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু মেসি যদি সত্যিই সৌদি আরবের ক্লাবে যান, তখন? কিছুদিন আগে গুঞ্জন ছড়িয়েছিল যে, সৌদির ক্লাব আল হিলাল নাকি মেসিকে ৩৫০ মিলিয়ন ইউরো দিতে রাজি। তবে সৌদি ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম আলকাসিম আগামী মৌসুমে লিওনেল মেসির সৌদি প্রিমিয়ার লিগের (এসপিএল) ক্লাবে যোগ দেওয়ার গুজব অস্বীকার করেছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইব্রাহিম আলকাসিম বলেছেন, ‘বর্তমানে মেসির যোগ দেওয়ার সম্ভাবনা নেই।’ তবে আগামীতে তিনি চান মেসি এসপিএল খেলুক। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা লিওনেল মেসির সম্ভাব্য আগমন সম্পর্কে কিছুই জানি না। যদিও আমি আমার পরিকল্পনা গোপন করতে চাই না। সৌদি ফেডারেশনের পক্ষ থেকে বলছি, আমরা অবশ্যই তাকে কোনো একদিন ঘরোয়া লিগে দেখতে চাই।’

ইব্রাহিম আরও বলেন, ‘ফেডারেশন সব সময় ফুটবলের উন্নতি চায়। আমাদের ফুটবলের উন্নতির লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমরা অবশ্যই ক্রিশ্চিয়ানো এবং মেসিকে সব সময়ের জন্য একই লিগে আবার দেখতে চাই। কিন্তু সত্য হল আমরা এখন কিছুই জানি না। ইচ্ছা আছে। তবে এই নিয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে। তবে কোনো কিছুই নিশ্চিত হয়নি। আশা করি অদূর ভবিষ্যতে মেসিকে সৌদি আরবের লিগে নিয়ে আসতে পারব।’

Related Articles

Back to top button