দৈনিক খবর

আর নেই বিএনপির সেই ত্যাগী নেতা, পাড়ি দিলেন না ফেরার দেশে

রাজধানী ঢাকার একটি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীনের পর অবশেষে শনিবার রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে ইন্তেকাল করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। এদিকে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস (কাজল)।

৮৪ বছর বয়সী খন্দকার মাহবুব হোসেন নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২৮ ডিসেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

খন্দকার মাহবুব হোসেন চার মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দুইবার দায়িত্ব পালন করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আদালতে মামলা লড়তেন খন্দকার মাহবুব হোসেন।

এদিকে বিএনপির অন্যতম গুণী এই নেতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করে পরিবার-স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছন দলের বিভিন্ন নেতাকর্মীরা। তার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়াও চান তারা।

Related Articles

Back to top button