দৈনিক খবর

টঙ্গীতে মেজর পরিচয়ে বিয়ে করতে গিয়ে আটক ৩

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরিকে বিয়ে করতে যাওয়া এক যুবককে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে তাঁকে সহযোগিতা করার অভিযোগে স্থানীয় আরও দুজনকে আটক করা হয়।

আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকার এ ঘটনা ঘটে। মেজর পরিচয় দেওয়া ওই প্রতারকের নাম রেজা (৪২)। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার হাটপাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে।

এ ঘটনায় ভুয়া পরিচয়পত্র ও হ্যান্ডকাফ তৈরি করে সহযোগিতার অভিযোগে টঙ্গীর মাছিমপুর এলাকার আজাদ রহমান রজবের ছেলে শাহরিয়ার আবির (২৫) ও একই এলাকার মৃত মোসলেমের ছেলে সোহাগকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে মাছিমপুর এলাকায় ভুয়া মেজর পরিচয়ে বিয়ে করতে আসেন রেজা। সময় তাঁকে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে বিয়ে বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র (মেজর), একটি হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকি জব্দ করে।’

এসআই আরও বলেন, ‘পরে পুলিশের জিজ্ঞাসাবাদে রেজা নকল পরিচয়পত্র ও হ্যান্ডকাপ বানাতে আবির ও সোহাগ নামে দুই যুবকের সহযোগিতার কথা স্বীকার করেন। পরে পুলিশ তাঁদের দুজনকেও গ্রেপ্তার করে।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।’

Related Articles

Back to top button