দৈনিক খবর

আসিফের ও প্রিয়া গানের ‘প্রিয়া’র খোঁজ দিলেন নিজেই

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে বলা হয় বাংলা সংগীতের রাজপুত্র। দুই যুগের বেশি সময় ধরে সংগীতে তার রাজত্ব। নিজের গান দিয়ে শ্রোতাদের মনেও করছেন রাজত্ব।

২০০১ সালের ২৯ জানুয়ারি থেকে সংগীতে তার পথচলা শুরু হয়ে এখনো তিনি ভক্তদের মনে জায়গা করে আছেন। আসিফের ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামটি প্রকাশের পর সেটি শ্রোতামহলে সাড়া ফেলে দেয়। এরপরের গল্প শুধুই সামনে এগিয়ে চলার।

আসিফকে কনসার্টে এখন আর আগের মতো দেখা যায় না। তবে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে এক কনসার্টে যোগ দিয়েছিলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।

যেখানে ২২ বছর আগে মুক্তি পাওয়া জনপ্রিয় গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ গাওয়ার পাশাপাশি ওই গানের প্রিয়ার সম্পর্কেও বলেছেন তিনি।

রোববার (২২ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ, বর্ষপূর্তি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ মাতান আসিফ। এসময় তিনি বলেন, এই গানের সঙ্গে আমার কোনো রকম সংশ্লিষ্ট নেই। প্রিয়া যিনি, তিনি গীতিকারের স্বপ্ন ছিলেন। সুরকারের স্বপ্ন ছিলেন। প্রিয়া এখন নানী হয়ে গেছে, তার বিয়ে-শাদী হয়ে গেছে।

উল্লেখ্য, ২০০১ সালে সাউন্ডটেকের ব্যানারে ‘ও প্রিয়া তুমি কোথায়’ বাজারে আসে। সেই সময় অ্যালবামটির ৬০ লাখ কপি বিক্রি হয় এবং বাংলাদেশ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী অডিও অ্যালবাম হয়ে ওঠে। অ্যালবামটিতে মোট ১২টি গান আছে। যার প্রতিটি গানের কথা ও সুর করেছেন ইথুন বাবু।

Related Articles

Back to top button