দৈনিক খবর

রপ্তানি আয়ে প্রতি ডলার ১০২ টাকা

রপ্তানির মাধ্যমে প্রাপ্ত ডলারের দর এক টাকা বেড়ে ১০২ টাকা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকরের কথা জানিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি। রবিবার (১ জানুয়ারি) রাতে এক ভার্চুয়াল বৈঠক থেকে ডলারের এই নতুন দর ঠিক করে দেওয়া হয়।

তবে, রেমিট্যান্সসহ বৈদেশিক মুদ্রা বিনিময়ের দর অপরিবর্তিত রয়েছে। এ ব্যাপারে বাফেদার মুখপাত্র আবুল হাশেম জানিয়েছেন, ব্যাংকগুলো ইতোমধ্যেই রপ্তানি থেকে পাওয়া ডলারের ক্ষেত্রে নতুন দর কার্যকর করেছে।

২০২২ সালের ১১ সেপ্টেম্বর থেকে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে বিদেশি মুদ্রা আনার ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে খাতভিত্তিক দর র্নিধারণ করে দিচ্ছে বাফেদা-এবিবি। তার আগে, ৩০ জুন বৈদেশিক মুদ্রা বিনিময় হার র্নিধারণের বিষয়টি বাজারের ওপর ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক। বাজার অনুসারে, ডলারের বিনিময় হার সর্বোচ্চ ১০৭ টাকা অপরিবর্তিত রয়েছে।

Related Articles

Back to top button