দৈনিক খবর

সিদ্দিকী নাজমুলের ফোন ছিনতাই

রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। এ সময় ছিনতাইকারীরা তার মোবাইল নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) উত্তরাতে গাড়ির জানালা খোলা পেয়ে তার ফোন নিয়ে যায় ছিনতাইকারী সদস্যরা।

নিজেই ফোন খোয়ানোর কথা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আলোচিত সাবেক এই ছাত্রনেতা। নিজের ফেরিভায়েড পেজে মোবাইল খোয়ানোর কথা জানিয়ে সিদ্দিকী নাজমুল লিখেছেন, ‘মোবাইলটা উত্তরা থেকে গাড়ির জানালা দিয়ে টান দিয়ে নিয়ে গেছে আমার ০১৯৪৯৯… নাম্বারের কল কিংবা হোয়াটস অ্যাপ থেকে আপাতত মেসেজ কিংবা কল পেলে রেসপন্স কররেন না প্লিজ।’

র‍্যাব বলেছে, গত ছয় মাসে র‍্যাব-৩ ছিনতাইকারীদের বিরুদ্ধে ৫৯টি অভিযান চালিয়ে ২০৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। সবশেষ গত বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মপুর, আদাবর, হাজারীবাগ, ধানমন্ডি, তেজগাঁও এলাকায় র‌্যাব-২ এর একাধিক টিম অভিযান চালিয়ে ২৯ জন সংঘবদ্ধ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ভোরের দিকে রাজধানীতে যাত্রীদের নামিয়ে দেয়। বাসস্ট্যান্ড থেকে তারা নির্দিষ্ট গন্তব্য যাওয়ার পথে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হন। এছাড়া রাত ও ভোরে রাজধানীর বিভিন্ন জায়গায় চলাচলের সময় অনেকেই ছিনতাইয়ের শিকার হন।

Related Articles

Back to top button