দৈনিক খবর

সৌরভকে রেখেই ঢাকাই জামদানি শাড়ি কিনতে চলে গেলেন ডোনা গাঙ্গুলী

অবশেষে বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়র কাপ। গতবারের মতো এবারও ক্রিকেট, ফুটবল ও ভলিবল ইভেন্ট নিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় মেয়র কাপ। গত বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি উদ্বোধনী ঘোষণা অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ডোনা গাঙ্গুলীও।

এদিকে স্বল্প সময়ের ঢাকা সফরে এসে ব্যস্ততায় কাটিয়েছেন সৌরভ। স্বামী ব্যস্ত থাকবেন, কিন্তু এই ব্যস্ততার মধ্যে স্ত্রী ডোনা গাঙ্গুলির কোনো কাজ নেই। হোটেল রুমে অলস সময় কাটানোর পক্ষে নেই ডোনা। সৌরভ ঢাকায় এলেও কলকাতায় খুব একটা জরুরি কিছু নেই ভারতের খ্যাতনামা নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির।

স্বামীর সফর সঙ্গী হয়ে ঢাকায় এসেছেন তিনি। সৌরভকে ছেড়ে দিয়ে ডোনা চলে গেলেন শপিংয়ে। ঢাকাই জামদানি শাড়ি ভারতীয় নারীদের খুব পছন্দ। যাদের আত্মীয়স্বজন রয়েছেন তারা ঢাকাই জামদানি খুব পছন্দ করেন। প্রচুর গিফট যায় সেখানে। সৌরভের স্ত্রী ডোনা শাড়ি পছন্দ করেন।

ঢাকাই জামদানি শাড়ির প্রতি তার দুর্বলতা রয়েছে। সৌরভ ঢাকায় আসবেন বলে ডোনা তার সফরসঙ্গী হয়ে এসে দুই জন দুই দিকে ব্যস্ত। উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম সৌরভকে আমন্ত্রণ জানিয়েছিলেন খেলার উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। কথা দিয়ে কথা রেখেছেন সৌরভ।

এদিন অনুষ্ঠান শেষে উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানালেন, ‘সৌরভের স্ত্রী শাড়ী কিনতে গেছেন। আমি লোক দিয়ে দিয়েছি। বলে দিয়েছি যা কিনতে চায় সব কিনে দাও। এত বড় মাপের একজন মানুষ আমাদের অনুষ্ঠানে এসেছেন। টাকা-পয়সা নেননি। বাংলাদেশের প্রতি তার দুর্বলতা দেখেছি। তিনি বাংলাদেশের মানুষকে খুবই ভালোবাসেন।’

Related Articles

Back to top button