Sportsদৈনিক খবর

সাকিব নিজেই আইপিএল থেকে প্রত্যাহার করে নিলেন নিজের নাম, এ নিয়ে এবার মুখ খুললেন পাপন

অবশেষে নানা জল্পনা কল্পনার শেষ এ আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন সাকিব আল হাসান। আর এটা রীতিমত সাকিব ভক্তদের জন্য দুঃসংবাদ। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তির ভিত্তিতে আইপিএল থেকে সরে এসেছেন এই ক্রিকেটার। জাতীয় দলে খেলার জন্য পুরো আইপিএলে সাকিবকে পাবে না কলকাতা।

আর সে কারণেই বিকল্প খুঁজছে ফ্র্যাঞ্চাইজি। সাকিব আল হাসানের আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেছেন, গতকালও সাকিব আইপিএল খেলতে যাচ্ছেন তিনি জানতেন। বোর্ড সভাপতি আরও বলেন, আমি জানি না খেললে ভালো হতো না খারাপ হতো।

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে সাকিব-লিটন জুটিকে দেখার স্বপ্ন দেখেছিলেন ক্রিকেট ভক্তরা। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগে বিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় অপেক্ষা দীর্ঘায়িত হয়েছে। জাতীয় দলের প্রতিশ্রুতির কারণে প্রথমে কলকাতার হয়ে খেলছেন না সাকিব। মে মাসে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজেও সাকিবকে থাকবে না কেকেআর।

ফ্র্যাঞ্চাইজি সাকিবকে তার পরিবর্তে অন্য একজন বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার অনুরোধ করেছিল। সাকিব তাই নিজের অবস্থানে ফিরে যান। চুক্তি ছিল জাতীয় দলের ব্যস্ততার বাইরে কেকেআরকে সময় দেবেন সাকিব। সে অনুযায়ী এই প্রস্তাব না মেনে নেওয়ার পূর্ণ স্বাধীনতা ছিল সাকিবের। তবে দীর্ঘদিনের সুসম্পর্কের কারণে কলকাতার প্রতিশ্রুতি রেখে আইপিএল থেকে নিজেকে প্রত্যাহার করে নেন সাকিব।

বিশ্বের সেরা অলরাউন্ডারের আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমি জানি না সে খেললে ভালো হতো না খারাপ হতো। কিন্তু গতকালও জানতাম তারা যাবে। যখন যাওয়ার কথা তখনই যাবে। এরপর ৫ তারিখ ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। গতকাল হঠাৎ করেই শাকিব আমাকে বললেন, তিনি হয়তো যাবেন না। আজ হোটেলে গেলে তিনি বলেন, তিনি যাচ্ছেন না। ইতিমধ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে। আমি বললাম, যাচ্ছো না কেন? যাওয়া! তিনি বললেন, না, তিনি যাবেন না।

এর আগে জানা গিয়েছিল যে বেশ কিছু আইপিএল ফ্র্যাঞ্চাইজি খুব নীরবে আগামী মৌসুম থেকে বাংলাদেশি খেলোয়াড়দের বাদ দিতে চায়। সাকিবের এই অনুরোধের কাছে নত হওয়ার ফলে সেই প্রক্রিয়া শুরু হয় কিনা তা সময়ই বলে দেবে।

প্রসঙ্গত, এ দিকে সাকিবকে আইপিএল এ খেলতে দেয়া নিয়ে নানা ধরনের নাটকীয়তা শুরু করে বিসিবি। একটা পর্যায়ে শেষ পর্যন্ত নিজে থেকেই সরে আসলেন তিনি।তবে এবারই হয়তো বাংলাদেশিদের আইপিএল খেলা হচ্ছে শেষ। বিভিন্ন সূত্রে জানা গেছে আগামী বছর থেকে আর আইপিএলে দেখা যাবে না বাংলাদেশী কাউকে।

Related Articles

Back to top button