দৈনিক খবর

রেশ না কাটতেই এবার ১০০ আরোহী নিয়ে মাঝ আকাশে বিপাকে বিমান

বর্তমানে এক দেশ থেকে অন্যদেশে খুবই দ্রুত ও নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে বিমানকে একমাত্র বাহন বলা হলেও মাঝে মধ্যে সেই বিমানেই ঘটে থাকে নানা অপ্রত্যাশিত ঘটনা। আর সেই ধারাবাহিকতায় এবার এমনই একটি ঘটনা ঘটলো কান্তাস এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে।

জানা গেছে, ১০০ জন আরোহী নিয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে উড্ডয়নের পরপরই বিমানটিতে হঠাৎই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তবে সৌভাগ্যবশত বিমানটিকে সিডনিতে জরুরি অবতরণ করিয়ে দুর্ঘটনা এড়াতে সক্ষম হন পাইলট।

স্থানীয় সময় বুধবার বিকেলে ফ্লাইট ১৪৪ সিডনি বিমানবন্দরের কাছে পৌঁছায় এবং স্থানীয় সময় বিকেল ৩.৩০ টার দিকে নিরাপদে অবতরণ করে।

সিডনি বিমানবন্দরের অ্যাম্বুলেন্স সার্ভিস প্লেনে গোলযোগের খবর পাওয়ার পর প্রস্তুত ছিল।

স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বোয়িং ৭৩৭ বিমানটি এক ঘণ্টা দেরিতে অকল্যান্ড থেকে ছেড়ে যায় বলে জানা গেছে। যান্ত্রিক সমস্যা সত্ত্বেও, বিমানটি একটি ইঞ্জিন দিয়েই সিডনি বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়।

এদিকে এ বিষয়ে কান্তাস এয়ারলাইন্সের একজন মুখপাত্র দেশটির এক সংবাদ মাধ্যমকে জানান, উড্ডয়নের মাত্র এক ঘটনার মধ্যেই বিমানটির একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়।

Related Articles

Back to top button