দৈনিক খবর

বছরে অন্তত ১০টা হিন্দি সিনেমা আসুক : রিয়াজ

চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি ভারতীয় হিন্দি সিনেমা আমদানির পক্ষে একমত হয়েছে। গত শনিবার (২৮ জানুয়ারি) এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে আনুষ্ঠানিক এক সভায় এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান জানিয়েছেন রিয়াজ। সাফটা চুক্তিতে বাংলাদেশের প্রেক্ষাগৃহে বলিউড ছবি ‘পাঠান’ মুক্তি পাবে কিনা, এ নিয়ে পক্ষে-বিপক্ষে মত দিতে দেখা গেছে সিনেমা সংশ্লিষ্টদের। কারো মতে, বলিউডের সিনেমা আসুক। আবার কেউ এর ঘোর বিরোধী।

রিয়াজ বলেন, “বিদেশি ভাষার সিনেমা আসলে যদি আমাদের সিনেমা হল বাঁচে তবে সিনেমা আসুক। সেটা শুধু ‘পাঠান’র ক্ষেত্রেই যে বলছি তা নয়, অন্যান্য আরও সিনেমা আসুক। একটা সিনেমার দর্শক যদি মাত্র দুইজন থাকে পার্শ্ববর্তী দেশের সিনেমা এলে আমাদের জন্য যদি ভালো হয় তবে আমাদের কোনো আপ’ত্তি নেই। পাকিস্তানে একসময় এই চর্চা করে তাদের সিনেমার সুদিন এসেছে। এভাবে যদি আমাদের সিনেমার সুদিন আসে তাহলে কেনো আমাদের আপত্তি থাকবে।”

তিনি আরও বলেন, “একটা ‘পাঠান’ সিনেমা দিয়ে তো আর সিনেমার সুদিন ফিরে আসবে না। আমি চাই বছরে অন্তত ১০টা বাইরের সিনেমা আসুক। হলের সংখ্যা বাড়লে হল মালিক বাঁচলে আমরা আরও সিনেমা বানাব। তবে বিদেশি সিনেমা যেন শর্ত সাপেক্ষে বাংলাদেশে মুক্তি দেওয়া হয় এই বিষয়েও মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এর আগে গত শনিবার দুপুরে বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানির বিষয়ে বিএফডিসিতে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাধারণ সম্পাদক নিপুণ।

নিপুণ বলেন, ‘শিল্পী সমিতির পক্ষ থেকে হিন্দি ও বিদেশি সিনেমা আমদানির পক্ষে একটি সিদ্ধান্ত প্রাথমিকভাবে নেওয়া হয়েছে। চলচ্চিত্রের আরও ১৯ সংগঠনের সঙ্গে আলোচনা করে দ্রুত বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। আমি যেটা চেয়েছি, সিনেমা হল মালিকেরা বলেছেন যৌক্তিক।’

Related Articles

Back to top button