দৈনিক খবর

প্রধান নির্বাচক হওয়ার এক মাস না যেতেই পদত্যাগ করলেন আফ্রিদি

এবার শান মাসুদকে সহ-অধিনায়ক করার পক্ষে ছিলেন না শহীদ আফ্রিদি। তবু তাদের অসম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যা ভালোভাবে নেননি আফ্রিদি। এর জেরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার জায়গায় নতুন নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ব্যাটসম্যান হারুন রশিদকে।

এদিকে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি সোমবার লাহোরে গণম্যাধ্যমকর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে শেঠি বলেন, ‘আমি হারুন রশিদকে অভিনন্দন জানাই এবং আশা করি আসন্ন আন্তর্জাতিক সিরিজের জন্য একাদশ বাছাই করার সময় তিনি তার ক্রিকেট জ্ঞান, বোঝাপড়া এবং অভিজ্ঞতা ব্যবহার করবেন।’

পাকিস্তানের হয়ে ২৩টি টেস্ট এবং ১২টি ওয়ানডে খেলা হারুন গত বছর পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারের ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন। শেঠির অধীনে নতুন ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটি ক্ষমতায় আসার পরপরই আফ্রিদিকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসাবে দায়িত্ব দেয়।

এদিকে শেঠি আফ্রিদিকে দীর্ঘমেয়াদী ভিত্তিতে চালিয়ে যেতে বলেছিলেন, কিন্তু সাবেক অলরাউন্ডার রাজি হননি। বোর্ডের কাছে আফ্রিদি তার ফাউন্ডেশন এবং দাতব্য কাজে তার গভীর সংশ্লিষ্টতার কারণে চালিয়ে যেতে সে প্রস্তাবে রাজি হননি বলে দাবি করেছেন। তবে ভেতরের খবর, শান মাসুদ ইস্যুতে বোর্ডের সিদ্ধান্ত তিনি মেনে নিতে না পারায় দায়িত্ব চালিয়ে যাননি।

Related Articles

Back to top button