দৈনিক খবর

‘স্মার্ট বাংলাদেশ’ বলতে বলতে মঞ্চ ভেঙে পরে গেলেন ওবায়দুল কাদের, এরপর উঠে দাঁড়িয়ে যা বললেন তিনি

বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংগঠন। আর এই সংগঠনের ৭৫ বছর পূর্তি হয়েছে গেলো ৪ জানুয়ারী। আর এদিন এ নিয়ে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সেই মঞ্চেই ঘটে যায় একটি অনাকাঙ্খিত ঘটনা। শোভাযাত্রা শুরু আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়ে। মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে এমনটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এতে মঞ্চে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আহত হন। আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হচ্ছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।

মঞ্চ ভেঙে যাওয়ার পর আবারও বক্তব্য শুরু করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। এটি একটি স্বাভাবিক ঘটনা। মঞ্চে অনেক নেতা ছিলেন। আমি বলব, আমাদের আরও কর্মী দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী দরকার। এত নেতার দরকার নেই। যে কোনো মঞ্চে, মঞ্চে সামনের মানুষের চেয়ে বেশি মানুষ। এত নেতা কেন?

এর আগে বিকেল ৩টায় অপরাজেয় বাংলার পাদদেশে শুরু হয় সমাবেশ-পূর্ব কর্মসূচি। ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হলেও আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ।

এতে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হন। এতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন।

জাতীয় সংগীতের পাশাপাশি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

পরে দলীয় সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান।

প্রসঙ্গত, এ দিকে মঞ্চ ভেঙে পরে যাওয়ার এই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল। এ ভিডিওটি নিয়ে এখন যোগাযোগ মাধ্যমে হচ্ছে বেশ ট্রল।

Related Articles

Back to top button