দৈনিক খবর

ভারতকে হারানো বাংলাদেশকে নিয়ে ভয় বাটলারের

আজ জস বাটলার যখন মিরপুরে সংবাদ সম্মেলেনে হাজির হলেন, তখন দলটির অন্যান্য খেলোয়াড়রা লড়ছেন নিউজিল্যান্ডে। টেস্ট স্কোয়াডের দলটির পাশাপাশি এবার মাঠে নামবে আরেকটি স্কোয়াড। সীমিত ওভারের ক্রিকেটে ইংলিশদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলেন ইংল্যান্ড দলনেতা জস বাটলারের কন্ঠে ঝরলো বাংলাদেশ নিয়ে সমীহ জাগানিয়া কথা। তাঁর মতে, সম্প্রতি ভারতকে হারানো বাংলাদেশ, চ্যালেঞ্জ জানাচ্ছে ইংল্যান্ডকেও।

এদিকে টেস্টে আগ্রাসী ক্রিকেট খেলে ইতোমধ্যে খেলার নতুন মোড়ক উম্মোচন করেছে ইংল্যান্ড। সীমিত ওভারের দুই ফরম্যাটেই আবার বিশ্ব চ্যাম্পিয়ন এই ইংল্যান্ড। তবে রঙিন পোশাকে ইংলিশদের শেষ সিরিজ সুখকর হয়নি খুব একটা। দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ খুঁইয়েছে বাটলারের দল। ঘরের মাঠে বাংলাদেশের দুর্দান্ত রেকর্ড সামনে রেখে লড়াই কঠিন মানছেন এই উইকেট রক্ষক ব্যাটার।

আজ মিরপুরে সংবাদ সম্মেলেনে হাজির হয়ে জস বাটলার বলেন, ‘আমাদের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ। অবশ্যই বাংলাদেশ হোম কন্ডিশনে অনেক শক্তিশালী দল। সম্প্রতি ভারতকে হারিয়েছে। আমি জানি এখানে কেমন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’

এদিকে ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ সিরিজে নিজেদের সেরা প্রস্তুতি সেরে নিতে চায় ইংল্যান্ড। বাংলাদেশর কন্ডিশন অনেকটা ভারতের মতােই। বিশ্বকাপের আগে উপমহাদেশের মাটিতে খেলে নিজেদের পরখ করে দেখতে চায় দুই ফরম্যাটের বিশ্বকাপ জয়ীরা।

বাটলার বলেন, ‘বিশ্বকাপও বেশি দূরে নেই। এই কন্ডিশন আমাদের কাছে সবচেয়ে কঠিন। তাই সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতিতে ভালো ভূমিকা রাখতে পারে। ভারতে যেমন কন্ডিশন পাব, এখানে অনেকটাই তাই। বিশ্বকাপের আগে আর এমন কন্ডিশনে খেলা হবে না। তাই আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ, আমরা মুখিয়ে আছি।’

Related Articles

Back to top button