দৈনিক খবর

‘সালামু আলাইকুম বাংলাদেশ’, ভিডিও বার্তায় রোনালদো (ভিডিওসহ)

ক্রিশ্চিয়ানো রোনালদো বর্তমান বিশ্বের এটি এমন একটি নাম যে নামটি চিনে না বিশ্বে এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। কারন ফুটবলকে এই নামটি যা দিয়েছে তা হয়তো আর কেউ দিতে পারেনি এই যুগে। তার অসাধারণ ফুটবল দক্ষতার জন্য বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে তার। পর্তুগিজ সুপারস্টারের নামও উঠে আসে সর্বকালের সেরাদের বিতর্কে।

তবে মাঠে তার আশ্চর্যজনক দক্ষতাই তাকে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্তদের পছন্দ করে না। তিনি নম্রতা এবং উদারতার প্রতীকও বটে। ভক্তদের চমকে দেওয়ার ক্ষমতাও তার নেই।

ইউরোপীয় মঞ্চের পর রোনালদো এখন সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলছেন। কেরিয়ারের পতনে পারফরম্যান্সে ক্রমশ পতন ঘটছে, কিন্তু রোনালদো নাম বললে এত সহজে ভাঙা! ছোটবেলা থেকেই মারামারি। বাধার পাহাড় ঠেলে দিলেন বিশ্বজয়। সেই বিশ্বাসের সমর্থকরা আবার ঘুরে দাঁড়াবে।

সারা বিশ্বে রোনালদোর অগণিত ভক্ত, বাংলাদেশেও সংখ্যা নেহাত কম নয়। সিআরসেভেনের সাফল্যের খবরে বাংলায় যেমন উল্লাস ফেটে পড়ে, তেমনি ব্যর্থতায় ছিল নীরবতা। তথ্যপ্রযুক্তির এই যুগে খবরটি অবশ্যই সিআরসেভেনের নিজের অজানা নয়। আর তাই তিনি ইসলামিক স্টাইলে বাংলাদেশকে শুভেচ্ছা জানান।

মঙ্গলবার দুপুরের দিকে অমিতাভ দেবনাথ নামের একটি বাংলাদেশি পেজের একটি ভিডিও ভাইরাল হয়। যা ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, হাত নেড়ে বাংলাদেশকে শুভেচ্ছা জানাচ্ছেন রোনালদো। তিনি বলেন, সালামু আলাইকুম বাংলাদেশ। যদিও তিনি সামান্য ভুল উচ্চারণে সালাম দিয়েছেন। কিন্তু তাতে ভক্তদের কিছু যায় আসে না। এতে সবার হৃদয় ছুঁয়ে গেছে।

ভিডিওটির বিস্তারিত জানা না গেলেও ধারণা করা হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা রোনালদোর ক্লাব আল নাসেরে কাজ করতে পারেন। সেই সূত্র ধরেই রোনালদোর এই ভিডিও রেকর্ড করেন এক প্রবাসী।

প্রসঙ্গত, এ দিকে বর্তমানে সৌদির ক্লাব আল নাসের এ খেলছেন রোনালদো। বিশ্ব কাপের ব্যর্থতা মাথায় নিয়ে সরে আসার পর তিনি যোগ দেন আল নাসের ক্লাব এ। আর সেই থেকেই রয়েছেন ক্লাবটির সঙ্গে।

Related Articles

Back to top button