দৈনিক খবর

কেন্দ্রীয় চুক্তি থেকে ইয়াসির বাদ কেন, জানালেন নান্নু

বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে কোনো সংস্করণেই জায়গা হয়নি ইয়াসির আলি রাব্বির। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, পারফরম্যান্সের কারণেই ঠাঁই হয়নি এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। এদিকে ২১ জানুয়ারী শনিবার চলতি বছরের জন্য কেন্দ্রীয় ২১ ক্রিকেটারের নাম প্রকাশ করেছিল বিসিবি। ইয়াসির ছাড়াও গেল বছরের চুক্তি থেকে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও মোহাম্মদ নাঈম শেখ। বাকিদের নিয়ে কথা না বললেও ইয়াসিরের বাদ পড়া নিয়ে ব্যাখ্যা দিলেন নান্নু।

প্রধান নির্বাচক বলেন, ইয়াসির ‘ইন অ্যান্ড আউট’ পারফরম্যান্স…পুরোপুরি স্থিতিশীল নয়। এখন ওর ক্ষুধাটা থাকুক, তাহলে নিজেকে মেলে ধরতে পারবে। আশা করছি, ও ঘুরে দাঁড়াতে পারবে। এদিকে জাকিরের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া প্রসঙ্গে নান্নু বলেন, জাকিরকে আমরা (চুক্তিতে জায়গা) দিয়েছি। যেহেতু ছেলেটা শুরু করেছে। আমরা ওকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী আগামীতে লাল বলের ক্রিকেটে স্থিতিশীল অবস্থায় যেতে পারবে।

কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন জাকির হাসান, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও মোসাদ্দেক হোসেন।

Related Articles

Back to top button