দৈনিক খবর

মাদ্রাসার ৩ শিশু শিক্ষার্থীকে পিটিয়ে প্রকাশ্যে চুল কাটলেন মেয়র

শত শত মানুষের সামনে তিন শিশুর চুল কেটে দিয়েছে নারায়ণগঞ্জের গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই তিন শিক্ষার্থী হলো, গোপালদী মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র বায়েজিদ (১০), হেফজ বিভাগের ছাত্র সিয়াম (৮) ও আফরিদ (৮)।

জানা যায়, নিজের মালিকানাধীন সাইজিং মিলের মেশিনের নাট-বল্টু চুরির অভিযোগে তিন মাদ্রাসা শিক্ষার্থীর হাত বেঁধে বেধড়ক পিটিয়ে মাথার চুল কেটে দিয়েছেন গোপালদী পৌরসভার মেয়র এমএ হালিম সিকদার। ২ ঘণ্টা ধরে ওই শিক্ষার্থীদের পেটানোর পর স্থানীয় বাসস্ট্যান্ডে নিয়ে শত শত মানুষের সামনেই তাদের চুল কেটে দেওয়া হয়।

এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ পাওয়া গেছে, গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর মেয়র হালিম শিকদারের লোকজন নির্যাতনের শিকার শিশুদের পরিবারের ওপর থানায় অভিযোগ না করতে হুমকি দিচ্ছে।

নির্যাতনে শিকার শিশু বায়েজিদের বাবা জাহাঙ্গীর বলেন, কোনো কারণ ছাড়াই আমার ছেলেসহ তিন শিশুকে নির্যাতন করা হয়েছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।

গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার গণমাধ্যমকে বলেন, এরা পেশাদার চোর। আগেও তারা চুরি করেছে। তাই তাদের চুল কেটে দিয়েছি।

শিশুদের স্বজনদের না ডেকে এমন নির্যাতন করার এখতিয়ার আছে কি না? সাংবাদিকরা জানতে চাইলে মেয়র উল্টো জানতে চান গণমাধ্যমের এমন প্রশ্ন করার এখতিয়ার আছে কি না?

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button