দৈনিক খবর

ফেসবুকে হা হা রিয়েক্ট দেয়ায় সহপাঠিকে ছুরিকাঘাত

ফেসবুকে হা হা রিয়েক্ট দেয়ায় রাজশাহী কলেজ ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের নিয়ে এক ছাত্রকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে তারই সহপাঠী। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজশাহী কলেজ মাঠে এ ঘটনা ঘটে। আহত তিহাস (২১) রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। পরে তার অন্য সহপাঠীরা আহত ছাত্রকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রামেকের ৭ নম্বর ওয়ার্ডে আহত শিক্ষার্থীর চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এদিকে আহত শিক্ষার্থীর সহপাঠী তারেক হোসেন সজিব বলেন, তিহাস ক্লাস শেষ করে মাঠে বসে ছিল। এসময় হঠাৎ কিছু যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। কিছু বুঝে ওঠার আগেই ওরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রামেকের ৭ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দুই বন্ধুর মধ্যে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। আহত ছাত্রের চিকিৎসা চলছে। এ বিষয় আইনি প্রক্রিয়া চলমান।

রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক বলেন, ঘটনাটি ঘটেছে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। কিবরিয়া নামের যে ছেলে ছুরিকাঘাত করেছে সেও মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিহাস তার ফেসবুক পোস্টে হাহা রিঅ্যাক্ট দেওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। আর কিবরিয়ার সঙ্গে বহিরাগত আরেকজন ছিল। কলেজের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কাজ শুরু করছে।

Related Articles

Back to top button