দৈনিক খবর

আমি মুশফিকের জন্য খুব আপসেট ছিলাম: পাপন

বাংলাদেশের ক্রিকেটের ‘মি. ডিপেন্ডেবল’ হিসেবে পরিচিত মুশফিকুর রহিম। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে দেশের জার্সি গায়ে আলো ছড়িয়ে আসছেন তিনি। বহু ম্যাচে দলের বিপর্যয়ে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। আবার অনেক ম্যাচে তার শিশুসুলভ ভুলে দলকে ভুগতে হয়েছে। বিগত বছরগুলোতে দেশসেরা ব্যাটারদের তালিকাতেও নিজেকে রেখেছেন সবার উপরে। তবে ব্যাট হাতে ভালো করলেও গ্লাভস হাতে উইকেটের পিছনে নড়বড়ে মুশফিকেরই দেখা মিলেছে সম্প্রতি সময়ে। এবারের বিপিএলেও মুশফিক গ্লাভস হাতে সহজ ক্যাচ ছেড়েছেন, মিস করেছেন সহজ স্টাম্পিং। লম্বা সময় রান না পাওয়ায় তার ওপর বিরক্ত ছিলেন বিসিবি সভাপতি। তবে বিপিএলে মুশফিকের ব্যাটিং দেখে তিনি এখন খুশি।

গত বছরই শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে পরপর দুই টেস্টে সেঞ্চুরি করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ওয়ানডেতে সর্বশেষ সেঞ্চুরি করেছেন ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মুশফিক এবারের বিপিএলে ১৫ ম্যাচ খেলে ৩৯.৬৬ গড়ে করেছেন ৩৫৭ রান। স্ট্রাইকরেট ১৩২.৭১। ফিফটি করেছেন দুটি। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ফাইনালে খেলেছেন ৪৮ বলে অপরাজিত ৭৪* রানের দারুণ ইনিংস। যা মনে ধরেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।

এদিকে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন পাপন। বলেছেন, ‘আমি মুশফিকের জন্য খুব আপসেট ছিলাম। কারণ গত দেড় বছর ধরে সে রান পাচ্ছিল না। আমি সব সময় বলেছি মুশফিক আমাদের সেরা ব্যাটার। আমি এখনো মনে করি সে রান করতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে উইকেট কিপিং। যদি সে কিপিং না করে, তাহলে তার ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠবে। যদি সে কিপিং করে, তবে তাকে কিছুটা উন্নতি করতে হবে। তবে বিপিএল ফাইনালে তাকে রান করতে দেখে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি।’

Related Articles

Back to top button