দৈনিক খবর

কাল টাইগারদের ‘ইংলিশ’ পরীক্ষা

আগামীকাল বুধবার সিরিজের প্রথম ওয়ানডে ইংলিশদের মুখোমুখি হবে টাইগাররা। তবে এই ম্যাচে মাঠে নামার আগে টাইগারদের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা পাহাড়সম হবেই না বা কেন? বর্তমান ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, দলে রয়েছে একাধিক বাঘা বাঘা ব্যাটার। শুধু ব্যাটারই নয় বোলিংয়ের দিক দিয়েও বেশ সমৃদ্ধ জস বাটলারের দল।

তবে ইংলিশদের জন্য অন্যতম চিন্তার কারণ হচ্ছে বাংলাদেশের স্পিনিং কন্ডিশন। ইতোমধ্যে একটা খবর তো ছড়িয়েই পড়েছে, মিরপুরের পিচ কিউরেটরকে টাইগারদের প্রধান কোচ হাথুরুসিংহে নির্দেশ দিয়েছেন কাটগ্রাস উইকেট তৈরি করতে। তাই যদি হয়, সেক্ষেত্রে অন্য সময় গুলোর তুলনায় উইকেটে স্পিন ধরবে আরও বেশি।

এদিকে বরাবরই দেখা গেছে সেনা দেশগুলো তথা সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া স্পিনের বিপক্ষে ভুগে বেশি। তাইতো স্পিন দিয়েই ইংলিশদের কুপোকাত করাই যেখানে প্রধান লক্ষ্য থাকবে টাইগারদের, সেখানে স্পিনিং কন্ডিশন নিয়ে চিন্তা ইংলিশদের কপালে ভাঁজ ফেলতেই পারে।

অপরদিকে ঘরের মাটিতে অপ্রতিরোধ্য বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ সিরিজে ভারতের বিপক্ষে জয় এবং সবমিলিয়ে ঘরের মাটিতে টানা ৭ সিরিজ জয়, এসব কিছুই এগিয়ে রাখবে বাংলাদেশ দলকে। ভারতের বিপক্ষে সিরিজে ইনজুরির কারণে দলে ছিলেন না বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

তবে এই বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই আবারও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন তিনি। তাইতো পূর্ণশক্তির দল নিয়েই খেলতে নামা বাংলাদেশ দল ইংলিশদের বিপক্ষে মানসিকভাবেও অনেকটাই এগিয়ে থাকবে। তবে স্পিনের বিপক্ষে ব্যাটিংয়ের দিকে বাংলাদেশও কিন্তু সুবিধাজনক অবস্থানে নেই।

এমনকি সম্প্রতি দেখা গেছে কোয়ালিটি স্পিনের বিরুদ্ধে বরাবরই খাবি খেয়েছে টাইগার ব্যাটাররা। তাইতো প্রথম ওয়ানডে কে জিতবে তার ম্যাচের দিন বোঝা গেলেও দুই দলের মধ্যে লড়াইটা যে হবে সমানে সমানে তা অনেকটা নির্দ্বিধায় বলা যেতেই পারে।

Related Articles

Back to top button