দৈনিক খবর

২০৩০ সালে বাংলাদেশ বৃহত্তম অর্থনীতির দেশ হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী ২০৩০ সালে বাংলাদেশ বৃহত্তম অর্থনীতির দেশ হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন, বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। অন্য দেশকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ১৯৭১ সালের ২৬ মার্চের পর থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা করে দেখিয়েছেন।

আজ রবিবার রাজশাহীর বাঘায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও কম্পিউটার সরবরাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালের মধ্যে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ করে কম্পিউটার সরবরাহ করা হবে। ছাত্রদের লেখাপড়া, মানসিকতায় স্মার্ট হতে হবে।

এ সময় শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও কম্পিউটার ব্যবহার না করার ফলে সেগুলো যেন মাকড়সার জালে পরিণত না হয়। শাহরিয়ার আলম বলেন, ভোট ও ভাতের অধিকার নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। তাই শিক্ষা, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা ও রাস্তাঘাটসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।

এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলী, উপজেলা প্রকৌশলী নূরল ইসলাম, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান প্রমুখ।

Related Articles

Back to top button