দৈনিক খবর

সৌদি আরবেও হতাশা, মেসি-ধ্বনিতে রোনালদোকে বি’দ্রু’প

হতাশা কি সৌদিতেও তাড়া করছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে? বেশ চলছিল। ছন্দপতন হল সৌদি সুপার কাপে। সেমিফাইনালে হেরে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এ বছর চূড়ান্ত হতাশায় কাটছিল সিআর সেভেনের। যা পিছু নিয়েছে সুদূর সৌদি আরবেও।

সৌদি সুপার কাপের ফাইনালে আল ইত্তিহাদের কাছে ১-৩ গোলে হার ক্রিশ্চিয়ানো রোনালদোর। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গোল করতে পারেননি। তার দলের এক মাত্র গোল তালিস্কার। সৌদি প্রো লিগে গত ম্যাচে আল এত্তিহাদের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল রোনালদোর ক্লাব আল নাসের।

সেই ম্যাচেও গোল করেছিলেন আল নাসেরের ব্রাজিলিয়ান ফুটবলার তালিস্কা। গোল করতে না পারা, দলের হারের সঙ্গে রোনালদোর কপালে জুটল বিদ্রুপ। আল নাসের জার্সিতে এ দিন দ্বিতীয় ম্যাচ খেলতে নামেন রোনালদো। একদিকে দলের হার, তার গোল করতে না পারা।

কাটা ঘায়ে নুনের ছিঁটে এলো প্রতিপক্ষ গ্যালারি থেকে। আল ইত্তিহাদ সমর্থকরা গ্যালারি থেকে ক্রমাগত মেসি…মেসি…ধ্বনিতে তিতিবিরক্ত করে ছাড়েন রোনালদোকে। সুপার কাপ থেকে এবারের মতো বিদায়। সৌদি লিগে এরপর আল ফতেহ-র বিরুদ্ধে খেলবে রোনালদোর টিম।

বিশ্বের দামি ফুটবলারের থেকে গোল না আসা পর্যন্ত তাকে নিয়ে বিদ্রুপ যে থামবে, এটা যেন আন্দাজ করাই যায়। কেরিয়ারের শেষ বিশ্বকাপে হতাশা নিয়েই কাতার ছাড়তে হয়েছিল রোনালদোকে। তারপর সৌদি আরবের ক্লাব আল নাসেরে রেকর্ড অর্থে সই করেন।

Related Articles

Back to top button