দৈনিক খবর

ক্ষমতাসীন দলের সাথে যোগ দিয়ে কাদের সিদ্দিকী এবার পাল্টে ফেললেন নিজের বক্তব্য,দোষ দিলেন একজনের

বঙ্গবীর কাদের সিদ্দিকী, বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য নাম। তিনি বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাক্ষী হয়ে আছেন। একটা সময়তে আওয়ামীলীগের সাথে থাকলেও ছেড়ে দেন দলের সঙ্গে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটে অংশ নেন তিনি। তবে এবার পাল্টি খেলেন তিনিও। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জোট বড় ভুল বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

রোববার (৮ জানুয়ারি) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির (জেপি) ত্রিবার্ষিক সম্মেলন অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

২০১৮ সালে কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিসহ বিরোধী দলগুলো নিয়ে ঐক্যফ্রন্ট গঠিত হয়। এতে কৃষক শ্রমিক জনতা লীগও ছিল। ভোটের পর দলটির নেতা কাদের সিদ্দিকীর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।

২৩ ডিসেম্বর রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে দেখা করেন কাদের সিদ্দিকী। এরপরই তার ক্ষমতাসীন দলে যোগ দেওয়ার গুঞ্জন শুরু হয়। এরই মধ্যে জাপা সম্মেলনে যোগ দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এক সদস্য।

জাপা সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সমবায় দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাপা সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ। ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর একান্ত সহকারী ছিলেন কাদের সিদ্দিকী। এরপর আওয়ামীলীগ ছেড়ে দিয়ে দলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলেছেন অনেক কথা। সেই কাদের সিদ্দিকীই এবার আগামী নির্বাচনের আগে আবারো যোগ দিয়েছেন ক্ষমতাসীনের সঙ্গে। এবার তিনি প্রধানমন্ত্রীকে ডেকেছেন বোন বলে।

Related Articles

Back to top button