দৈনিক খবর

মিরপুরে ‘তিন পাণ্ডব’-এর ব্যাটিং দেখলেন হাতুরাসিংহে

ইংল্যান্ড সিরিজ সামনে রেখে ক্রিকেটারদের পদচারণে মুখরিত মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। আজ শুক্রবার সকালে ইনডোরের নেটে ব্যাটিং করতে দেখা গেল মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ আর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে।

এ সময় একাডেমি মাঠে উপস্থিত ছিলেন প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে, স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ, ব্যাটিং কোচ জেমি সিডন্সরাও।

মুশফিক আজও সবার আগে অনুশীলনে যাওয়ার রেকর্ড অক্ষুণ্ণ রেখেছিলেন। শেরেবাংলার ইনডোরের নেটে তিনি ঘণ্টাখানেকের বেশি ব্যাটিং অনুশীলন করেন। তাকে বোলিং করছিলেন বেশ কয়েকজন নেট বোলার।

মুশির অনুশীলন শেষে ইনডোরে প্রবেশ করেন তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ। দুজনেই হাতে তুলে নেন ব্যাট। মাহমুদউল্লাহকে বল থ্রো করছিলেন একজন, আর তামিম বোলিং মেশিনের সাহায্যে ব্যাটিং করেন।

এ সময় ইনডোরে প্রবেশ করেন হাতুরাসিংহে। কয়েক মিনিট দাঁড়িয়ে তিনি দুই তারকার ব্যাটিং দেখেন। ব্যাটে-বলে করতে সমস্যা হচ্ছিল মাহমুদউল্লাহর। বিষয়টা লক্ষ করে মাহমুদউল্লাহকে ডেকে এনে ব্যাটিং নিয়ে কিছু পরামর্শ দেন হাতুরাসিংহে।

তাকে কিছু ব্যাটিং স্টান্টস দেখিয়ে দেন। জুমার নামাজের আগ পর্যন্ত এভাবেই চলছিল অনুশীলন। পুরো সময়টা কড়া শিক্ষকের মতো তামিম-মাহমুদউল্লাহকে নজরবন্দি করে রাখলেন হাতুরা।

Related Articles

Back to top button