জাতীয়দৈনিক খবর

৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আসন্ন ঈদের পর আগামী ২৫ এপ্রিল চারদিনের সফরে জাপান যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার ১১ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

ওই ফেসবুক পোস্টে জানানো হয়, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রী একটি শীর্ষ বৈঠকে মিলিত হবেন।

এছাড়া সফরে প্রধানমন্ত্রীর বিনিয়োগবিষয়ক এক শীর্ষ সম্মেলন, কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক এবং বাংলাদেশ সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন জাপানি নাগরিকের হাতে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মাননা তুলে দেবেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারপ্রধানের জাপান সফরে দেশটির সঙ্গে বেশ কয়েকটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা করা হচ্ছে।

Related Articles

Back to top button