দৈনিক খবর

হাঁটতে বেরিয়ে সাড়ে ২৫ লাখ টাকার হীরা কুড়িয়ে পেলেন কৃষক!

সকালে হাঁটতে বেরিয়েছিলেন এক কৃষক। তবে এসময় তার সাথে ঘটে এক বিস্ময়কর ঘটনা। এসময় ৪.৩৮ ক্যারেটের একটি হীরা খুঁজে পান তিনি। এতে রাতারাতি লাখপতি হয়ে গেছেন ওই কৃষক। এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালের পান্না জেলায়। রাতারাতি লাখপতি হয়ে যাওয়া ওই কৃষকের নাম ইন্দ্রজিৎ সরকার।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তিনি সকালে হাঁটতে বের হন। তখন জ্বল জ্বল করতে থাকা একটি পাথর খুঁজে পান ইন্দ্রজিৎ। এরপর সেই পাথরটি ডায়মন্ড অফিসে নিয়ে যান তিনি। হীরাটির দাম ২০ লাখ রুপি বা প্রায় ২৫ লাখ ৬৩ হাজার টাকা। স্থানীয় মিডিয়াকে ইন্দ্রজিৎ বলেন, একটি হীরা খনির পাশে ওই হীরাটি খুঁজে পান তিনি।

তিনি আরো বলেন, আমি সঙ্গে সঙ্গে সেটি তুলে নেই এবং বুঝতে পারি সেটি হীরা। এরপর সেটি ওজন করে দেখা যায়, হীরাটি ৪.৩৮ ক্যারেটের। আর সেটির দাম প্রায় ২০ লাখ রুপি। ওই এলাকার বহু মানুষ হীরা পাওয়ার আশায় অগভীর খনি ইজারা নিয়েছিলেন। কিন্তু তারা কখনও হীরা খুঁজে পাননি। ইন্দ্রজিতের খুঁজে পাওয়া হীরাটি পরে নিলামে তোলা হবে। কর কেটে নেয়ার পর টাকা পাবেন তিনি।

Related Articles

Back to top button