আন্তর্জাতিকদৈনিক খবর

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনা, ঝরল ২০ ওমরাহ যাত্রীর প্রাণ

এবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহযাত্রী নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস ও গালফ নিউজ। খবরে বলা হয়েছে, গতকাল সোমবার যাত্রীবাহী বাসটি একটি সেতুতে বিধ্বস্ত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়।

এদিকে আসির প্রদেশ এবং আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে বাসটির ব্রেক ফেল হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা ওমরাহ পালন করতে মক্কা যাচ্ছিলেন। রেড ক্রিসেন্ট দলসহ জরুরী পরিষেবা সংস্থাগুলো দ্রুত সেখানে পৌঁছেছে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল এখবারিয়া হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন। তবে তারা কোন দেশের এবং পরিচয় কী তা তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি। আল-এখবারিয়া নির্দিষ্ট না করে শুধু বলেছে যে গাড়িতে সমস্যা হয়েছিল।

তবে বেসরকারি সংবাদপত্র ওকাজ বলেছে যে, ব্রেকজনিত সমস্যার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। আল-এখবারিয়ায় সম্প্রচারিত ফুটেজে একজন সাংবাদিককে বাসের পুড়ে যাওয়া শেলটির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের ঘটনাটি পবিত্র শহর মক্কা ও মদিনায় হজ ও ওমরাহযাত্রীদের নিরাপদে পরিবহনে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।

রমজান শুরু হলে সৌদি আরবে ওমরাহযাত্রীর সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়। এর আগে ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে একটি বাস আরেকটি ভারী যানের সাথে সংঘর্ষে ৩৫ জন বিদেশি নিহত এবং চারজন আহত হয়।

Related Articles

Back to top button