খেলাধুলাদৈনিক খবর

সাকিবের বদলি অন্য বিদেশি নিতে চায় কলকাতা, প্রস্তাবে রাজি সাকিব!

এবার প্রস্তাবটা এসেছে সাকিবের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইটরাইডার্সের কাছ থেকেই। সূত্র জানিয়েছে, যেহেতু টুর্নামেন্টের অনেকটা সময় তারা সাকিবকে দলে পাবে না, সাকিবের পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটারকে দলে নিতে চায় কলকাতা। সাকিবকে সেই অনুরোধই জানানো হয়েছে কলকাতা থেকে। তিনি যদি না খেলেন, তাহলে তারা অন্য বিদেশি ক্রিকেটার নিতে পারে।

এদিকে সাকিব চাইলে কেকেআর বাধ্য থাকত তাকে খেলাতে। কিন্তু এই দলের সঙ্গে তার সম্পর্ক নিজের পরিবারের মতো। তাই বাংলাদেশ তারকা ঠিক করেছেন কেকেআরের অনুরোধ মেনে নিয়ে আইপিএল না খেলার।

একই প্রস্তাব দেওয়া হয়েছিল লিটন দাসকে। তিনি অবশ্য যেটুকু সময় পাবেন তাতে কেকেআরের জার্সিতেই খেলতে চান। অভিজ্ঞ বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান যত তাড়াতাড়ি কেকেআর দলে যোগ দেবেন তত সুবিধা হবে নাইট শিবিরের।

চলমান আইপিএলের নিলামের প্রথম দফায় অবিক্রিত থাকলেও দ্বিতীয় দফায় সাকিবকে ১ কোটি ৫০ লাখ টাকায় কিনে নেয় কলকাতা। সাকিবকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে খেলালে কলকাতারই সুবিধা হবে বলে মনে করেন মুডি।

এদিকে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার বলেন, সাকিব একজন দক্ষ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে। যার ওপর দল নির্ভর করতেই পারে, শুধু বিদেশি বলেই তার ওপর আস্থা রাখা হয় না?

Related Articles

Back to top button