আলোচিত সংবাদদৈনিক খবর

সময়মতো আদালতে আসতে বললেন বিচারক, শাকিবের জবাব ‘জি স্যার’

টেলিভিশনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অ’ভিযোগে প্রযোজক রহমত উল্ল্যাহর বি’রুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মা’মলা করেন চিত্রনায়ক শাকিব খান। সোমবার (২৭ মা’র্চ) ১২টা ৫০ মিনিটে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আ’দালতে উপস্থিত হন তিনি। পরে জবানব’ন্দি দিতে কাঠগড়ায় ওঠেন শাকিব। বিচারক তাকে বলেন, সময়মতো আসতে হবে। আগের দিনই বলে দেওয়া হয়েছে কখন আসতে হবে। তখন শাকিব খান বলেন, জি স্যার।

এরপর বিচারক বলেন, এটা তো আপনার আইনজীবীর ভালো জানার কথা। এরপর শাকিব জবানব’ন্দি দিতে শপথ পাঠ করেন।

জবানব’ন্দিতে শাকিব খান বলেন, ‘রহমত উল্ল্যাহ টেলিভিশনে আমা’র নামে মিথ্যা বক্তব্য দিয়েছেন। তিনি হঠাৎ করে আসেন। হঠাৎ করে বক্তব্য দিয়ে পালিয়ে যান।’

তিনি বলেন, ‘‘রহমত উল্ল্যাহ বলেছেন, ‘অস্ট্রেলিয়া থেকে আমি দুই বার পালিয়ে এসেছি।’ অথচ অস্ট্রেলিয়ায় আমা’র বি’রুদ্ধে এ ধরনের কোনও অ’ভিযোগ নেই। আমা’র নামে কোনও মা’মলাও হয়নি।’’

এরপর বিচারক বললেন, ঠিক আছে আপনি স্বাক্ষর করে যাবেন। আদেশ পরে দেওয়া হবে। এরপর শাকিব খান স্বাক্ষর করে আ’দালত থেকে বের হয়ে যান।

এর কিছুক্ষণ পর বিচারক মা’মলার আদেশ দেন। আগামী ৬ জুন পিবিআইকে ত’দন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

সোমবার (২৭ মা’র্চ) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াতের আ’দালতে উপস্থিত হয়ে এ মা’মলা করেন শাকিব খান। এ বিষয় শাকিবের আইনজীবী খায়রুল হাসান বলেন, ‘টেলিভিশনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ায় রহমত উল্ল্যাহর বি’রুদ্ধে মা’মলা করেছি আম’রা। আ’দালত বাদীর জবানব’ন্দি গ্রহণ করে পিবিআইকে ত’দন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।’

মা’মলার অ’ভিযোগে বলা হয়েছে, আ’সামি রহমত উল্ল্যাহ বাদী শাকিব খানের বি’রুদ্ধে অ’পপ্রচার চালান যে, ধ’র্ষণের অ’ভিযোগে মা’মলা করা হয়েছে ও ধ’র্ষণের অ’ভিযোগে গ্রে’ফতার করা হয়েছে। শিডিউল না দেওয়াসহ নানা অ’ভিযোগ করেন তিনি। আ’সামি আক্রমণাত্মক, মিথ্যা বক্তব্য প্রদান করে শাকিব খানকে সামাজিকভাবে অ’পমান-অ’পদস্ত ও হেয়-প্রতিপন্ন করেন। আ’সামি নিজেকে প্রযোজক হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশ্যে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করে শাকিবের সামাজিক ম’র্যাদা ক্ষুণ্ন করেছেন।

মা’মলার অ’ভিযোগে আরও উল্লেখ করা হয়, আ’সামি মোহাম্ম’দ রহমত উল্ল্যাহ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মানসম্মানের তোয়াক্কা না করে প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা পরিচয় ধারণ করে আক্রমণাত্মক, মিথ্যা তথ্য-উপাত্ত ও মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করে উল্লিখিত ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে কু’রুচিপূর্ণ বক্তব্য প্রকাশ করেন। মা’মলার স্বাক্ষীগণ মানহানিকার ও মিথ্যা বক্তব্যগুলোর লিংক পাঠালে শাকিব মানসিকভাবে ভেঙে পড়েন। পরবর্তীকালে শাকিব আ’সামি রহমত উল্ল্যাহর এ ধরনের কর্মকা’ণ্ডের উদ্দেশ্য জানার জন্য এবং ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন স্ট্যাটাস ডিজিটাল ডিভাইসে প্রচার না করার জন্য যোগাযোগ করেন। আ’সামি ক্ষিপ্ত হয়ে বলে যে, ‘সমাজে তোর মানসম্মান রাখবো না। তোর ক্যারিয়ার ধ্বংস করে দেবো। ভবিষ্যতে তার চেয়েও ভয়াবহ বক্তব্য প্রকাশ করবো।’

এর আগে বৃহস্পতিবার (২৩ মা’র্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আ’দালতে চাঁদাবাজি ও হ’ত্যার হু’মকির অ’ভিযোগ এনে রহমত উল্ল্যাহর বি’রুদ্ধে মা’মলা করেন চিত্রনায়ক শাকিব খান। আ’দালত বাদীর জবানব’ন্দি গ্রহণ পরে আ’সামি রহমত উল্ল্যাহকে আগামী ২৬ এপ্রিল আ’দালতে হাজির হতে সমন জারি করেছেন। এরপর শাকিব খান ডিজিটাল নিরাপত্তা আইনে রহমত উল্ল্যার বি’রুদ্ধে মা’মলা করতে সাইবার ট্রাইব্যুনালে আসেন। বিচারক তাকে আজ সোমবার (২৭ মা’র্চ) সকালে আ’দালতে আসতে বলেন।

Related Articles

Back to top button