দৈনিক খবর

শেষ ম্যাচ জিতে আমাদের জাত চিনিয়েছি: সাকিব

কোন বিপক্ষ দলের বিপক্ষে ম্যাচ হারলে মুখস্ত একটি বাক্য ছিল টাইগার ক্রিকেটারদের মধ্যে আর সেটি “আমরা ২০-৩০ রান কম করেছি।” ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচে হারের পর ওই কথা বলেছিলেন অধিনায়ক তামিম ইকবাল। এছাড়াও ম্যাচের পরে সংবাদ সম্মেলনেও একই কথা বলেছিলেন নাজমুল হোসেন শান্ত।

এমনকি আজও ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে প্রথম ইনিংস শেষে অনেকেই বলছিলেন ২০ থেকে ৩০ রান কম হয়েছে। ম্যাচ জিতলেও সেটি স্মরণ করেছেন সাকিব আল হাসান।

আজ ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে সাকিব বলেছেন, “ঘরের মাঠে গত ৫-৭ বছর ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি। দূভাগ্য যে সিরিজ জিততে পারেনি। তবে শেষ ম্যাচ জিতে আমাদের জাত চিনিয়েছি। আমরা মনে হয়, আমরা ২০-৩০ রান কম করেছি। যে পরিস্থিতিতে আমরা ছিলাম, তাতে আরও বেশি রান হওয়া উচিত ছিল।”

এদিকে ম্যাচ জয়ী অধিনায়ক হিসেবে সম্প্রচার মাধ্যমের সামনে এসে তামিমও বলেছেন, তাদের রান কম হয়েছে, “এই ম্যাচের দিকে তাকিয়ে ছিলাম। জয় নিয়ে মাঠ ছাড়তে চেয়েছিলাম। আজও আমাদের ২৬০-২৭০ রান করতে হতো। বোলাররা অনেক ভালো করেছে। আমাদের উন্নতির অনেক জায়গা আছে।”

তামিম আরও জানিয়েছেন, ওয়ানডে ফরম্যাটে তারা ভালো দল। তবে উন্নতির অনেক জায়গা আছে। দেশের বাইরের কন্ডিশনে খেলার জন্য অনেক কিছু শিখতে হবে তাদের, ভিন্ন কন্ডিশনে মানিয়ে নিতে নিজেদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। টি-২০ দলকেও শুভকামনা জানিয়েছেন তিনি।

Related Articles

Back to top button