Nationalদৈনিক খবর

শুক্রবার চাঁদ দেখা যাবে, সেই বক্তব্যে হঠাৎ সংশোধন আনলো আবহাওয়া অধিদপ্তর

রমজানের শেষে আসছে পবিত্র ঈদুল ফিতর, তবে বাংলাদেশে কবে ঈদ হিসাবে তা নিয়ে চাদ দেখা কমিটির বৈঠকের পর জানা যাবে তবে এদিকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিবৃতি সংশোধন করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রথমে তারা শাওয়াল মাসের চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করে বলেন, শুক্রবার (২১ এপ্রিল) বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে।

বুধবার (১৯ এপ্রিল) রাতে অধিদপ্তরের ওয়েবসাইট www.bmd.gov.bd থেকে সমন্বিত প্রতিবেদনটি সরিয়ে নেয় আবহাওয়া অধিদপ্তর। পরে রাতে চাঁদের স্থানাঙ্ক উল্লেখ করে অধিদপ্তরের প্রথম শ্রেণীর মানমন্দিরের দায়িত্বে থাকা কর্মকর্তাদের চাঁদ দেখার নির্দেশনা দিয়ে একটি ‘প্রশাসনিক বার্তা’ জারি করা হয়।

সেখানে ২১ এপ্রিল চাঁদের অবস্থা তুলে ধরে ‘বাংলাদেশ থেকে চাঁদ দেখা যাবে’, সেটি পরিবর্তন করে বলা হয়, ‘চাঁদের অবস্থানের কারণে বাংলাদেশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, সাপেক্ষে। আকাশ মেঘহীন।’

প্রথমত, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে ২০, ২১ এবং ২২ এপ্রিল সূর্যাস্তের সময় ঢাকায় চাঁদের অবস্থান ২১ এপ্রিল সূর্যাস্তের সময় চন্দ্র তিথির দ্বিতীয়। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ১ .৩৪০৫ দিন। শুক্রবার চাঁদ দেখার জন্য নির্ধারিত সময় ৬ :২৫ থেকে ৭ :০০ পর্যন্ত। সন্ধ্যায় গোধূলির সময় চাঁদের সময়কাল হবে ৫৩ মিনিট ৮ সেকেন্ড। একই সঙ্গে চাঁদের আজিমুথ (অক্ষাংশ) ও উচ্চতা (উচ্চতা) প্রকাশ করে বাংলাদেশে চাঁদ দেখা যাবে বলে জানানো হয়। কিন্তু ‘চাঁদ দেখা যাবে’ বলে সুনির্দিষ্টভাবে বলা হওয়ায় বিষয়টি নিয়ে সরকারের সমালোচনা করা হয়। কারণ চাঁদ দেখার চূড়ান্ত সিদ্ধান্ত ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটি দেয়।

ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটি সভা করবে। ইসলামী শরীয়াহ অনুযায়ী, চান্দ্র মাসের শুরুতে খালি চোখে চাঁদ দেখা প্রয়োজন। এমন সমালোচনার পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তর চাঁদ দেখা সংক্রান্ত তাদের বক্তব্য সংশোধন করে।

প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার (২২ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। সেক্ষেত্রে রমজান মাস ২৯ দিনে শেষ হবে। শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ২৩ এপ্রিল (রবিবার) ঈদুল ফিতর উদযাপিত হবে। ছুটিও একদিন বাড়বে, ২৪ এপ্রিল ছুটি থাকবে। কিন্তু ঈদ ২২ এপ্রিল পড়লে ২৩ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে।

Related Articles

Back to top button