খেলাধুলাদৈনিক খবর

শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরেছে বিসিবির মালামাল

অবশেষে বগুড়া -৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ঢাকার মিরপুর স্টেডিয়াম থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল বগুড়ায় ফিরল। আজ সোমবার সকালে তিনটি ট্রাকযোগে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে এই মালামাল নামানো হয়। বগুড়া স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল এই মালামাল বুঝে নেন। মালামাল আসবার আগেই ১৭ জনের মধ্যে ১৬জন কর্মকর্তাও কর্মচারি বগুড়া স্টেডিয়ামে যোগ দিয়েছেন।

জানা যায়, বগুড়া শহীদ চান্দু ফুটবল স্টেডিয়ামকে ২০০৪ সালে ২১ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম হিসেবে নির্মাণ করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন ওই স্টেডিয়ামটিকে বিসিবি ক্রিকেট ভেন্যু হিসেবে ঘোষণা করে। এরপর ভেন্যুটি রক্ষণাবেক্ষণের জন্য পর্যায়ক্রমে ১৭ জন স্টাফ নিয়োগ দেয়। ওই বছর যুব ক্রিকেট বিশ্বকাপের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

এরপর ২০০৬ সালের ৩০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে ঘোষণা করে। পরে সেটি আন্তর্জাতিক টেস্ট ভেন্যুর স্বীকৃতি পায়। তবে ২০০৬ সালের ডিসেম্বরের পর ওই ভেন্যুতে আন্তর্জাতিক আর কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এরপর জাতীয় ও জেলা ক্রীড়া সংস্থা স্থানীয় বিভিন্ন খেলা চলতে থাকে।

এদিকে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের খেলার সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে গত ২ মার্চ বগুড়ার স্টেডিয়াম থেকে ভেন্যু বাতিলের আদেশ জারি করে। একই সঙ্গে ওই ভেন্যু থেকে ম্যানেজারসহ ১৭ কর্মকর্তাও কর্মচারিকে অন্যত্র বদলি করে। আর পিচ রোলার, ঘাস কাটার যন্ত্র, একাধিক নেট, দড়ি, পানি দেওয়ার মেশিন ও পাইপসহ অন্যান্য সরঞ্জামগুলোও বগুড়া থেকে সরিয়ে নেয়। এতে বগুড়ার ক্রিকেট প্রেমীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে ৩৮দিন পর নানা জল্পনা-কল্পনার শেষে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম বিসিবির ভেন্যু পুনর্বহালের সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, ঢাকায় নিয়ে যাওয়া সকল মালামাল বগুড়ায় ট্রাকে করে ফিরে এসেছে। সেমাবার সকালে সেগুলো বুঝে নেওয়া হয়। ১৭ জন স্টাফের মধ্যে একজন বাদে বাকি সবাই আবার যোগদান করেছেন। ঈদের পর বিসিবির পক্ষ থেকে এখানে একটি টিম পরিদর্শনে আসবেন। তারা পরিদর্শন শেষে স্টেডিয়াম সংস্কারের কাজের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

Related Articles

Back to top button