দৈনিক খবর

ম্যাচসেরা সাকিব, সিরিজসেরা আদিল রশিদ

ঘরের মাঠে ৭ বছর পর ইংলিশদের বিপক্ষে আবারও ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে টাইগারদের অলরাউন্ডার সাকিব আল হাসানের নৈপুণ্যে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫০ রান জিতেছে বাংলাদেশ।

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে আজ (সোমবার) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দলের প্রয়োজনের সময় দুর্দান্ত এক হাফসেঞ্চুরি হাঁকান সাকিব। দলের সর্বোচ্চ ইনিংসটিও ছিল তারই। ৭১ বলে ৭ চারের সাহায্যে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাকিব।

পরে ইংল্যান্ডকে ১৯৬ রানে গুটিয়ে দেওয়ার পেছনেও বড় অবদান সাকিবেরই। ১০ ওভারে ৩৫ রান খরচায় বাঁহাতি এই স্পিনার নেন ৪টি উইকেট। ফলশ্রুতিতে ম্যাচসেরার পুরস্কার ওঠে তার ঝুলিতেই।

এদিকে তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদ। ৮ উইকেট শিকার করেছেন তিনি। তার হাতে উঠেছে সিরিজসেরার পুরস্কার।

Related Articles

Back to top button