Nationalদৈনিক খবর

মারা গেছেন গণস্বাস্থ্যর প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী

শেষ পর্যন্ত না ফেরার দেশে বাংলাদেশের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল ১১ মার্চ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

তিনি ছিলেন একাধারে বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি।

তিনি দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। তিনি ৫ এপ্রিল থেকে গুরুতর অসুস্থ ছিলেন। তিনি কিডনি ফেইলিউর, লিভারের সমস্যা, হার্টের সমস্যা সহ সেপ্টিসেমিয়ায় ভুগছিলেন। শরীরে অক্সিজেন স্যাচুরেশন এবং রক্তচাপ কমে যাওয়ায় তাকে বিশেষ ওষুধও দেওয়া হচ্ছিল। তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় তার চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছিল। শেষ পর্যন্ত তাকে বিদেশ নেয়ার কথা বলা হলেও তিনি রাজনী হননি। চিকিৎসা নিতে ইচ্ছা পোষণ করেছিলেন তার তৈরী এই গণস্বাস্থ্য কেন্দ্ৰতেই।

এ দিকে তার মৃত্যুতে এখন শোকের ছায়া বইছে তার পুরো পরিবারে। সারা দেশে তাকে নিয়ে এখন চলছে শোকের মাতম।

Related Articles

Back to top button