খেলাধুলাদৈনিক খবর

ব্রাজিলকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে উঠলো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আবারো ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে কাতার বিশ্বকাপের শিরোপাজয়ী আর্জেন্টিনা। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের পরাজয়, এবং সেই সাথে নিজেদের ম্যাচে পানামাকে হারানোর সুবাদেই কাগজে কলমে বিশ্ব ফুটবলের এক নম্বর দলে পরিণত হলো তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গত শুক্রবার সকালে নিজেদের ম্যাচে পানামাকে ২-০ গোলের ব্যবধানে হারায় আর্জেন্টিনা। অপরদিকে নিজেদের ম্যাচে শীর্ষে থাকা ব্রাজিল পেরে ওঠেনি মরক্কোর বিপক্ষে। ফলস্বরূপ বিশ্ব ফুটবলের র‍্যাংকিংয়ের শীর্ষস্থান এসেছে বেশ পরিবর্তন।

ব্রাজিলের ক্যেয়ে বর্তমানে ৫ পয়েন্টে এগিয়ে আছে কাতার বিশ্বকাপের শিরোপাজয়ীরা। বিশ্বকাপ ফাইনালের পর ফিফার প্রকাশিত র‍্যাংকিংয়ের শীর্ষে ছিলো ব্রাজিল। দুই নম্বর স্থানে ছিলো বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনা।

এবার বিশ্বকাপের পর অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচেই শীর্ষস্থান দখল করে নিলো আর্জেন্টিনা। বর্তমানে আর্জেন্টিনার সংগ্রহ ১৮৩৯.৯০ পয়েন্ট (+১.৫২), অপরদিকে ব্রাজিলের দখলে রয়েছে ১৮৩৪.১৪ পয়েন্ট (-৬.৬৩)। আন্তর্জাতিক বিরতির প্রথম ম্যাচ শেষে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচ দলের তালিকাঃ

আর্জেন্টিনা ১৮৩৯.৯০ (+১.৫২)

ব্রাজিল ১৮৩৪.১৪ (-৬.৬৩)

ফ্রান্স ১৮৩৩.৯৩ (+১০.৯৪)

বেলজিয়াম ১৭৮৮.৮৩ (+৭.৫৩)

ইংল্যান্ড ১৭৮৫.৪৮ (+১১.২৯)

Related Articles

Back to top button