opinionদৈনিক খবর

বিদায় জাফরুল্লাহ,শেষ বয়সে এসে ফুল চুরি,মাছ চুরির মতো অপবাদ আপনার প্রাপ্য ছিল না :সুপ্রীতি

জাফরুল্লাহ চৌধুরী আর নেই। গতকাল থেকেই সারা দেশে এই খবর ছড়িয়েছে বাতাসের বেগে। গতকাল রাত ১১.১৫ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন তিনি। তার এই প্রয়ানের পর থেকেই সারা দেশে তাকে নিয়ে চলছে শোকের মাতম। দেশের বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ সকলেই জাফরুল্লার এই প্রয়ানে হয়েছেন ব্যথিত। এবার এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সুপ্রীতি ধর। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

বিদায় ডা. জাফরুল্লাহ চৌধুরী। একটি যুগের অবসান। অনেক কাজ করেছেন, দরিদ্রদের চিকিৎসার ব্যবস্থা করেছেন, সম্মান ও অসম্মান দুটোই জুটেছে। কিন্তু আপনার পাগলামি থামেনি। শেষ বয়সে এসে ফুল চুরি, মাছ চুরির মতো অপবাদও জুটেছে। এটা আপনার প্রাপ্য ছিল না মোটেও। আবার হেফাজতের সাথে তাল মেলানোটাও আমরা মানতে পারিনি।

তবে আরও অনেক কাজ করতে পারতেন বাধা না পেলে। করা উচিত ছিল।আদিউস।

প্রসঙ্গত, এ দিকে জাফরুল্লাহ চৌধুরীর প্র্যান নিয়ে এখন সবখানে চলছে আলোচনা। জানা গেছে তার শেষ ইচ্ছা অনুযায়ী তার দেহটি রেখে দেয়া হবে বারডেম হাসতাপাতালে।

Related Articles

Back to top button