Countrywideদৈনিক খবর

বাংলাদেশের আকাশে কবে ঈদের চাঁদ দেখা যাবে জানালো আবহাওয়া অধিদফতর

রমজান মাসের শেষ দিকে এসে সবাই ধারনা করার চেষ্টা করেন কতটি রোজা হবে এবং সেই হিসেবে কবে ঈদ অনুষ্ঠিত হবে। তবে এটা এখন অনেকটা সহজ করে ধারনা দিয়ে থাকেন আবহাওয়া কিংবা জ্যোতির্বিদেরা। এ বছর বাংলাদেশে কবে ঈদ অনুষ্ঠিত হওয়ার জোর সম্ভাবনা জানালেন আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞরা।

আগামী ২১ এপ্রিল বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেক্ষেত্রে রোজা হবে ২৯ দিন।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ ২১ এপ্রিল (২৯ রমজান) সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট পর্যন্ত দেখা যাবে। এদিন চাঁদ দেখা গেলে ২২ এপ্রিল শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, চাঁদের অলটিটিউড ৬ ডিগ্রি বেশি হলে তা খালি চোখে দেখা যায়। সেই হিসাবে আগামি ২১ এপ্রিল ১৬ ডিগ্রি থাকবে।

এদিকে ২১ এপ্রিল চাঁদের অবস্থান কোথায় থাকবে সে বিষয়টি তুলে ধরে ‘বাংলাদেশ থেকে চাঁদ দেখা যাবে’ শীর্ষক বিজ্ঞপ্তিটি সরিয়ে দিয়ে মন্তব্য পাল্টে দেওয়া হয় এবং নতুন করে বলা হয়েছে, ‘চাঁদের অবস্থানগত কারণে যদি আকাশে কোনো মেঘ না থাকে সেক্ষেত্রে বাংলাদেশে ২১ শে এপ্রিল চাঁদ দেখার জোর সম্ভাবনা থাকবে।’

Related Articles

Back to top button