opinionদৈনিক খবর

বঙ্গবাজারে ক্ষতি পুষিয়ে নিতে এমন সিম্পল সলিউশন থাকতে এদের সিদ্ধান্ত নিতে কেন এতো দেরী হয় বুঝিনা: পিনাকী

বঙ্গবাজারে অনেকের দোকানে নগদ টাকাও ছিল যে টাকাগুলো কাপড়ের সাথে সাথে পুড়ে ছাই হয়ে গেছে। অনেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন, তাদের ক্যাশে অনেক নগদ টাকা ছিল, সেটা নিয়ে আসলেও ক্ষতির মাত্রা কম হতো। এবার এ বিষয়টি নিয়ে ভিন্ন ধরনের এক উপায়ের কথা জানালেন সমালোচক ও লেখক পিনাকি ভট্টাচার্য। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-

বঙ্গবাজারে যাদের টাকা পুড়ে গেছে, তাদের টাকা সরকার ছাপিয়ে বিলি করতে পারে ক্ষতিগ্রস্তদেরকে। এমন পুড়ে যাওয়া টাকা পুরণ করে দেয়াটা কোন সমস্যা না। অন্তত অনেককেই এই টাকা ছাপিয়ে পুরণ করে দেয়া যাবে। পোড়া টাকা, ছাপিয়ে পুরণ করে দিলে অর্থনীতির বা মানি ম্যানেজমেন্টের কোন সমস্যা হবেনা। এমন সিম্পল সলিউশন থাকতে এদের সিদ্ধান্ত নিতে কেন এতো দেরী হয় বুঝিনা।

উল্লেখ্য, বঙ্গবাজারের বিষয়টি নিয়ে অনেকে নানা ধরনের উপায়ের কথা জানালেও তেমন কোনো সহায়তা পাননি ক্ষতিগ্রস্থরা। এদিকে বিদ্যানন্দ ফাউন্ডেশন নামের একটি দাতব্য সংস্থা তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে।

Related Articles

Back to top button