খেলাধুলাদৈনিক খবর

প্রথমবারের মতো টানা পঞ্চম টি-টুয়েন্টি ম্যাচ জয়ের হাতছানি বাংলাদেশের

এবার ওয়ানডের মতো টি-টুয়েন্টিতেও ঘরের মাঠে অদম্য শক্তি হয়ে উঠছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলকে হারানোর পর অপেক্ষা এখন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের। বুধবার সফরকারীদের হারাতে পারলে প্রথমবার টানা পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ২২ রানে জয় পায় সাকিব আল হাসানের দল।

আরেকটি ম্যাচ জিতলে সিরিজ নিজেদের করার পাশাপাশি টানা ম্যাচ জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ। এই ফরম্যাটে আগে কখনোই টানা ৫ ম্যাচ জেতেনি বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আগামীকাল দুপুর ২টায়। আগের ম্যাচে বাংলাদেশ দুইশর বেশি সংগ্রহ গড়ে।

৪ বল আগেই বৃষ্টিতে শেষ হয় ইনিংস। ডাকওয়ার্থ ও লুইস মেথডে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পায় আয়ারল্যান্ড। শুরুটা দুর্দান্ত করলে হাসান মাহমুদ, তাসকিন আহমেদদের তোপে সে ধারা ধরে রাখতে পারেনি সফরকারীরা। অনায়াসেই জয় পায় বাংলাদেশ।

এদিকে দ্বিতীয় টি-টুয়েন্টির আগে দুই দলই বিশ্রামে কাটিয়েছে। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টুয়েন্টিতেও ভালো শুরু করা বাংলাদেশ দল অনেকটা নির্ভার। তবে চাপে আছে আয়ারল্যান্ড। টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগমুহুর্তে অধিনায়ক বদলেও সাফল্য পাচ্ছে না দলটি।

Related Articles

Back to top button