খেলাধুলাদৈনিক খবর

আপনারা সাকিবকে এনওসি দিতে পারেন, আমরা এখনো দেইনি: পাপন

এবার সাকিব আল হাসান ও লিটন দাস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পুরো মৌসুমের জন‌্য অনাপত্তিপত্র পাচ্ছেন তা চাওড় হয়ে পড়ে বেশ কিছু গণমাধ‌্যমে। তবে বিসিবি থেকে আসছিল না আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত। আজ শুক্রবার আয়ার‌্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষে গণমাধ‌্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সেখানে সাফ জানিয়েছেন, বিসিবি এখনো আগের সিদ্ধান্ততেই আছে। নতুন করে তাদের আইপিএল যাত্রা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বরং পুনরায় আইপিএল নিয়ে প্রশ্ন উঠায় বিরক্তি প্রকাশ করেন বিসিবি সভাপতি।

আজ চট্টগ্রামে নাজমুল হাসান বলেন, ‘আবার একই প্রশ্ন। কতদিন করবেন এই প্রশ্ন?’ সিদ্ধান্ত বদল হয়েছে কিনা জানতে চাইলে নাজমুল হাসান এবার বিরক্তির মাত্রাও বেড়ে যায় বোর্ড প্রধানের, ‘মত বদলিয়েছি মানে? আমরা ওদেরকে বলেছি…আইপিএল থেকে যখন ওদের নিয়ে জানতে চাওয়া হয়েছিল ওরা কখন অ‌্যাভেইলেভেল, আমরা জানিয়ে দিয়েছি। সেই অনুযায়ী ওদের নেওয়া হয়েছে। আমরা সেই অনুযায়ী তাদেরকে ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি কোনোদিন পরিবর্তন হয় তাহলে বিসিবি আপনাদের জানাবে।’

তিনি আরও বলেন, ‘এটাই আমি বলছি বারবার। আমরা তো কিছু জানাইনি। আপনারা যদি এনওসি দিয়ে থাকেন তাহলে দিতে পারেন। আমরা এখনো দেইনি। আমরা এর বাইরে কিছু জানি না। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের এবং এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা! আমরা জানি না এটাই হলো সমস‌্যা।’

Related Articles

Back to top button