দৈনিক খবরবিনোদন

নারী ফুটবল দল নিয়ে বাফুফের সভাপতিকে ওমর সানীর খোঁচা

বাংলাদেশ নারী ফুটবল দলের টাকার অভাবে প্যারিস অলিম্পিক ফুটবল বাছাই পর্বে খেলা হচ্ছে না। ৫ এপ্রিল থেকে মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে এশিয়ান পর্বে ‘বি’ গ্রুপে স্বাগতিক মিয়ানমার, ইরান ও মালদ্বীপের বিপক্ষে ম্যাচ ছিল বাংলাদেশের। এই সফরের জন্য বিগত কয়েক মাস ক্যাম্পে থেকে অনুশীলনও করেছেন তারা। কিন্তু ২৯ মার্চ তাদের জানিয়ে দেয়া হয়, মিয়ানমার যাওয়া হবে না তাদের।

এদিকে এক ভিডিও বার্তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল মিয়ানমারে অনুষ্ঠিত হবে নারী অলিম্পিকের বাছাইপর্ব। সেখানে বাংলাদেশ নারী ফুটবল দলের অংশগ্রহণ করার কথা ছিল। তবে অর্থিক সংকটের কারণে আমরা সেখানে যতে পারছি না।’

বাফুফের পক্ষ থেকে এমন বক্তব্য প্রকাশ্যে আসার ক’দিন ধরে সমলোচনার ধড় বইছে ফুটবল অঙ্গনে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে খোঁচা দিলেন চিত্রনায়ক ওমর সানী। এ নিয়ে শনিবার (৮ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ওমর সানী লেখেন, ‘অর্থের অভাবে আমাদের নারী ফুটবল দল অলিম্পিক বাছাইতে যেতে পারলেন না। কত বড় লজ্জা আমাদের, হায়রে আমাদের বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আমি কিছুই বলুম না আপনারা বলেন।’

অপরদিকে টাকার অভাবে নারী ফুটবল দল অলিম্পিক বাছাইয়ে যেতে না পারায় ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ময় প্রকাশ করে অনেকে। সমালোচনা করছেন বাফুফের।

Related Articles

Back to top button