দৈনিক খবরসারাদেশ

নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে শ্বশুর-জামাই নিহত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে শ্বশুর-জামাই নিহত হয়েছে। সোমবার (২৭ মার্চ) ভোর রাতে উপজেলার গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে শহিদ বিশ্বাস (৬৯) ও তার মেয়ের জামাই মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খা গ্রামের শহিদ বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)।

চর এককরিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ রফিক দফাদার জানান, তারাবিহ্‌ নামাজ আদায় করে শ্বশুর-জামাই গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান। রাতের কোনো এক সময় বজ্রপাতে তাদের দুইজনই মারা গেছেন। তিনি বলেন, ভোর রাতের দিকে নৌকায় শ্বশুর শহিদ বিশ্বাসের ঝলসানো মর‌দেহ পেয়েছেন অন্য জেলেরা। আর সকালে নদীতে অন্য জেলেদের জালে জামাই রাসেলের মর‌দেহ পাওয়া গেছে।

উপজেলার কালিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির এস আই মজিবর রহমান জানান, চরলতা গ্রামের শহিদ বিশ্বাস এবং তার জামাতা রাসেল ব্যাপারীসহ অন্যান্য জেলেরা গজারিয়া নদীতে মাছ শিকার করছিল। এমন সময় বজ্রপাতে তাদের মৃত্যু ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধর করা হয়। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button