দৈনিক খবর

খাটো ছেলেরা ‘শ’য়তান’ হয় : মৌসুমী হামিদ

সম্প্রতি ওয়েব সিরিজ ‘গুটি’তে দেখা গেছে মৌসুমীকে। এতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকের মনোযোগ ধরে রেখেছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। বোদ্ধাদেরও প্রশংসা পেয়েছেন। ক্যারিয়ারের মসৃণ সময়টি পার করছেন তিনি। ফলস্বরূপ আলোচনার টেবিলে রয়েছেন তিনি। যেখানে যাচ্ছেন সেখানেই প্রশংসা হজম করার পাশাপাশি কথা বলতে হচ্ছে নানাবিধ বিষয় নিয়ে। ব্যক্তিগত জীবনও উঠে আসছে।

এবার তেমনই এক প্রসঙ্গ আসতে কম উচ্চতার পুরুষদের নিয়ে মন্তব্য করে বসলেন তিনি। জানালেন, খাটো ছেলেরা শ’য়তান হয়।

সম্প্রতি সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় বিয়ের প্রসঙ্গ উঠে আসে মৌসুমীর। সেসময়ই এমন মন্তব্য করেন তিনি। মৌসুমী বলেন, পাঁচ ফুট নয় ইঞ্চি ছেলে লাগবে না। ছয় ফুট ছেলেই বিয়ে করব। বিয়ে করলে লম্বা ছেলেই বিয়ে করব। খাটো ছেলে কেন বিয়ে করব? লম্বা মানুষ ভালো মানুষ হয়। খাটো ছেলেরা শ’য়তান হয়।

মা’দক কারবারির গল্প উঠে এসেছে ‘গুটি’তে। এতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন আজমেরী হক বাঁধন। সুলতানা নামের এক ড্রাগ ডিলারের চরিত্রে দেখা গেছে তাকে। সিরিজটিতে পার্শ্ব চরিত্রে থেকেও মূল চরিত্রের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন মৌসুমী।

Related Articles

Back to top button