আন্তর্জাতিকদৈনিক খবর

তারাবির নামাজের সময় কাঁধে উঠে বসলো বিড়াল, যা করলেন ইমাম

মাহে রমজানে মসজিদে তারাবির নামাজ পড়াচ্ছিলেন ইমাম। মসজিদভর্তি মুসল্লি নামাজ পড়ছিলেন ইমামের পেছনে। এমন সময় বিড়াল এসে ইমামের কাঁধে উঠে বসে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে আলজেরিয়ায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হয়েছে।

সেই প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়ার একটি মসজিদে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, নামাজের মাঝপথে হঠাৎ বিড়ালটি সামনের দিক থেকে ইমামের কাঁধে লাফিয়ে ওঠে। এ সময় কোনো বিরক্তবোধ করেননি ইমাম। বরং তিনি বিড়ালের সঙ্গে খুবই বিনয়ী আচরণ করেন এবং কোরআন পড়ে যাচ্ছিলেন। এমনকি ইমামের মুখের সঙ্গেও মুখ লাগায় বিড়ালটি। এরপর রুকুতে যাওয়ার ঠিক আগে মুহূর্তে বিড়ালটি কাঁধ থেকে নেমে যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ইমামের নাম শায়খ ওয়ালিদ মাহসাস। আলজেরিয়ার বোরদজ বাউ অ্যারেরিদজ শহরের আবু বকর মসজিদে ইমাম তিনি। শায়খ ওয়ালিদ মাহসাস সামজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন ভিডিও শেয়ার করে থাকেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Related Articles

Back to top button