দৈনিক খবররাজনীতি

ডা. জাফরুল্লাহ আমাদের সেইফ গার্ড হিসেবে ছিলেন: নুর

গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী সেইফ গার্ড হিসেবে সামনে ছিলেন। বুধবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও ডায়ালাইসিস সেন্টারের মেজর এ টি এম হায়দার বীর-উত্তম মিলনায়তনে সাংবাদিকদের এসব কথা বলেন নূর।

নুর বলেন, মোস্তাক মারা যাওয়ার পর তাকে নিয়ে হুইলচেয়ারে করে আমরা আন্দোলন করেছি। কারণ আমাদের পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করবে, হামলা করবে। তিনি আমাদের সেইফ গার্ড হিসেবে সামনে ছিলেন। এটা আমরা অবশ্যই অনুভব করি। এটা বলার মতো না যে আমরা কি হারিয়েছি আমাদের সংকটে। আমরা আমাদের শক্তি-সাহসের জায়গা হারিয়েছি।

তিনি বলেন, তার মতো একজন অভিভাবক আমাদের বিপদে-আপদে ছিল। আমাদের মোদিবিরোধী আন্দোলনে ছাত্ররা গ্রেপ্তার ছিলেন। তাদের জামিনের জন্য তিনি নিম্ন আদালতেও গিয়েছিলেন। আমাদের নিয়ে হাইকোর্ট অভিমুখে লংমার্চের মতো কর্মসূচি করেছেন। আমরা সাহস করতাম না জাফরুল্লাহ চৌধুরী ছাড়া এ কর্মসূচির।

তিনি আরও বলেন, ডাঃ জাফরুল্লাহ আমাদের বলেছিলেন তোমরা রাস্তায় থাকো। তোমাদের বিজয় লাভ করতে হবে। জাতির মুক্তির জন্য তোমাদের রাস্তায় থাকতে হবে। আমরা তার যেই পরামর্শ, দিকনির্দেশনা দেশের প্রত্যেকের জন্য প্রয়োজন। সেটা বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করে যাব। জাফরুল্লাহ চৌধুরী সততা ও দেশপ্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। দল-মত-নির্বিশেষে সবাই তার কাছে আসতেন। তিনি কাউকেই খালি হাতে ফেরাতেন না। দেশের এ সংকটে তাকে প্রয়োজন ছিল।

Related Articles

Back to top button