খেলাধুলাদৈনিক খবর

জাতীয় দল নিয়ে এখন চিন্তা করছি না: সোহান

নুরুল হাসান সোহান গত বছর দলকে নেতৃত্ব দিয়েছেন। অথচ এ বছর একে একে তিন ফরম্যাটের দল থেকেই বাদ পড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। জাতীয় দলে জায়গা হারালেও সোহান এখন জাতীয় দল নিয়ে ভাবছেন না। দলে অবদান রাখার মন্ত্রে তার সব মনোযোগ এখন প্রিমিয়ার লিগে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সোহান খেলছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে, যে দলকে গত মৌসুমে জিতিয়েছেন শিরোপা। তারই ফাঁকে বিডিক্রিকটাইমের সাথে আলাপকালে সোহান জানালেন, দলে জায়গা ফিরে পাওয়া নিয়ে এখন ভাবনা নেই তার।

সোহান বলেন, “ওয়ানডে ফরম্যাটে প্রিমিয়ার লিগ হচেছে। আলহামদুলিল্লাহ ওয়ানডেতে আমার রেকর্ডও ভালো। কোচ হিসেবে যতটা কথাবার্তা হয় ততটাই হয়েছে। আসলে আমি এখন জাতীয় দল নিয়ে চিন্তা করছি না। যেহেতু প্রিমিয়ার লিগ চলছে, প্রিমিয়ার লিগেই মনোযোগ। যেখানেই খেলি, দলে অবদান রাখতে চাই।’

ঘুরে দাঁড়ানোর জন্য সোহান নিজের সাথেই নিজের প্রতিদ্বন্দ্বিতা দেখছেন। দলে এখন একদিকে যেমন অনেক পরীক্ষিত ব্যাটার, অন্যদিকে উইকেটরক্ষকের কোটাও পরিপূর্ণ। তবে অন্য কাউকে সোহান প্রতিদ্বন্দ্বী ভাবতে নারাজ।

সোহান জানান, ‘আমার প্রতিযোগিতা আমার নিজের সাথে। সবসময় নিজের সাথেই প্রতিযোগিতা করার চেষ্টা করি।’ শেখ জামালের হয়ে এবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন ২৯ বছর বয়সী এই তারকা।

সোহান বলেন, ‘ম্যাচ বাই ম্যাচ যাচ্ছি। ৯ ম্যাচের মধ্যে ৮টি ম্যাচই জিতেছি। পরের খেলাগুলোতেও ম্যাচ বাই ম্যাচ এগোব। দলের সবাই অনেক আত্মবিশ্বাসী,অনেক পরিশ্রম করছে। হোপ ফর দ্য বেস্টা’

Related Articles

Back to top button