অর্থনীতিদৈনিক খবর

চিনির দাম কেজিতে ৩ টাকা কমাল সরকার

পবিত্র মাহে রমজানে চিনির দাম কমিয়েছে সরকার। খোলা চিনির কেজিতে ৩ টাকা কমিয়ে ১০৪ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্যাকেটজাত চিনির দাম ১১২ টাকা থেকে কমিয়ে ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। শনিবার (৮ এপ্রিল) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ সংক্রান্ত টাস্কফোর্সের ১৯ মার্চ, ২০২৩ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশনের ২৭ মার্চ, ২০২৩ তারিখের আবেদন পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির দাম সমন্বয় করা হলো।

Related Articles

Back to top button