আন্তর্জাতিকদৈনিক খবর

চলতি মাসেই বছরের প্রথম সূর্যগ্রহণ

এবার চলতি মাসের ২০ এপ্রিল হতে যাচ্ছে ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ। পৃথিবী ও চাঁদের মাঝখানে যখন সূর্য চলে আসে তখন হয় সূর্যগ্রহণ। বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।

এদিকে জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সূর্যগ্রহণের প্রভাব জ্যোতিষশাস্ত্রের ১২টি রাশিকে বিভিন্নভাবে প্রভাবিত করবে।

জ্যোতিষশাস্ত্র মতে, সূর্যগ্রহণ কারও জীবনে শুভ আবার কারও জীবনে অশুভ প্রভাব ফেলে। চলতি মাসের সূর্যগ্রহণ এ অঞ্চলে দেখা না গেলেও এ গ্রহণ একাধিক রাশিকে প্রভাবিত করবে। এ পরিস্থিতিতে বিশেষ রাশির পুরুষদের অবশ্যই সাবধান থাকা দরকার।

চলতি বছরে মোট চারটি গ্রহণ হবে। দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। আগামী ২০ এপ্রিল বৈশাখী অমাবস্যার দিনে ঘটবে বছরের প্রথম সূর্যগ্রহণ। এই গ্রহণ সকাল ৭টা ৪ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ৩৯ মিনিট পর্যন্ত স্থায়ী হবে।

Related Articles

Back to top button